প্রাণ পাচ্ছে দেশের ৬ বিমানবন্দর!
- Details
- by নিজস্ব প্রতিবেদক
অবহেলায় পড়ে থাকা দেশের ছয়টি বিমানবন্দর আবার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছরই অব্যবহৃত ওই বিমানবন্দরগুলোর সংস্কার শুরু করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সেই অনুযায়ী কাজ শুরু করার ব্যাপারেও আশাবাদী বেবিচক কর্মকর্তারা।
ঈশ্বরদী, ঠাকুরগাঁও, শমশেরনগর, কুমিল্লা, বগুড়া ও লালমনিরহাট বিমানবন্দর
জানা গেছে, ব্রিটিশ আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মাণ করা হয় পাবনার ঈশ্বরদী, ঠাকুরগাঁও, মৌলভীবাজারের শমশেরনগর, কুমিল্লা, বগুড়া ও লালমনিরহাট বিমানবন্দর। এ বিমানবন্দরগুলো এখন অকেজো অবস্থায় পড়ে আছে। এর মধ্যে কয়েকটি বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট চালু হলেও যাত্রীসংকটে বন্ধ হয়ে যায়।
এদিকে, বিমানবন্দরগুলোর বর্তমান অবস্থা তুলে ধরে একটি প্রতিবেদন করা হয়। সেই প্রতিবেদন প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, অবহেলায় পড়ে আছে বিমানবন্দরগুলো। দেখভালের কেউ নেই। বন্দরের সামনে গরু-ছাগল চরানো হয়। কোনোটিতে গরুর খামারও করা হয়েছে।
এ ব্যাপারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, অব্যবহৃত বিমানবন্দরগুলো চালু করার পরিকল্পনা নিয়েছি আমরা। প্রথম বন্দরগুলো সংস্কার করা হবে। এ সংস্কার কাজ এ বছরের মধ্যে শুরু করার চেষ্টা করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে পুরো কাজটি করতে পারব।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, দেশে যেসব অব্যবহৃত বিমান বন্দর রয়েছে সেগুলো কিভাবে আবার চালু করা যায়, সে জন্য আমরা চিন্তাভাবনা করছি। সরকারও এ বিষয়ে উদ্যোগী। দেশের সব বিমানবন্দরের উন্নয়নে সরকার নানাভাবে চেষ্টা করছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আকাশ পথে যাত্রী সংখ্যা বাড়ছে। সড়ক পথে যানজটের কারণে আকাশ পথে যাতায়াতের প্রবণতা বাড়ছে। আকাশপথের যাত্রী বাড়ায় চাহিদা অনুযায়ী টিকিট পাওয়া যায় না। তাই দেশে প্রতিটি বিমানরুট সক্রিয় করার চিন্তা ভাবনা চলছে। বন্ধ বিমানবন্দরগুলো চালু হলে এভিয়েশন খাত আরও লাভজনক হয়ে উঠবে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত, সিলেট ওসমানী, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী বিমানবন্দরগুলো বর্তমানে চালু রয়েছে। যেসব বিমানবন্দর অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সেগুলো চালু করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি জানানো হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে বেবিচকের এক কর্মকর্তা বলেন, বন্ধ থাকা বিমানবন্দরগুলো অবস্থা খুবই খারাপ। এর মধ্যে দুটিতে গরুর খামার আছে। অন্যগুলোতে গরু-ছাগল চরে বেড়ায়। অব্যবহৃত অবস্থায় থাকায় বিমানবন্দরের আনুষঙ্গিক জিনিসপত্রও নষ্ট হচ্ছে। বিমানবন্দরগুলো চালু করতে সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। এগুলো সংস্কার করে চালু করতে কি পরিমাণ অর্থ লাগবে তা খতিয়ে দেখছেন তারা। তারা আশা করছেন, এ বছরের মধ্যে কাজ শুরু করতে পারবেন।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.