পারভেজ মোশাররফ মারা গেছেন
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন। রোববার সকালে দুবাইয়ের আমেরিকান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ মারা গেছেন
দীর্ঘদিন ধরে বিরল এমিলয়ডোসিস রোগে ভূগছিলেন পারভেজ মোশাররফ। দেহের অঙ্গ-প্রত্যঙ্গ ও কোষগুলোতে এমিলয়েড নামের অস্বাভাবিক প্রোটিন বৃদ্ধির কারণে তার শরীর কর্মক্ষমতা হারাচ্ছিল। ২০১৮ সালে পারভেজ মোশাররফের এ রোগে আক্রান্ত হবার কথা জানায় তার দল অল পাকিস্তান মুসলিম লীগ। এছাড়া বার্ধক্যজনিত নানা জটিলতাও তার ছিল।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর এক বিবৃতিতে পারভেজ মোশাররফের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে।
২০১৪ সালে পাকিস্তানের একটি আদালত পারভেজ মোশাররফকে ২০০৭ সালে সংবিধান স্থগিতের জন্য দোষী সাব্যস্ত করে। ২০১৯ সালে একটি বিশেষ আদালত তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়।
পারভেজ মোশাররফ ২০১৬ সালে চিকিৎসার উদ্দেশ্যে দেশত্যাগ করেন। এরপর তিনি আর পাকিস্তানে ফেরেননি।
১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লীগ সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন পারভেজ মোশাররফ। এরপর থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি প্রধান সামরিক আইন প্রশাসক ও ২০০৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন।
১৯৪৩ সালে দিল্লীতে পারভেজ মোশাররফের জন্ম। ১৯৪৭ সালে পাকিস্তানের অভ্যুদয়ের পর তার পরিবার দিল্লী ছেড়ে করাচিতে স্থানান্তর হয়। ১৯৬৪ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯৮ সালে তিনি সেনাপ্রধান পদে উন্নীত হন। পাকিস্তানের দশম প্রেসিডেন্ট ও দেশটির সশস্ত্র বাহিনীর দশম প্রধান তিনি।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.