ভূমিকম্প: সাবধান করেছিলেন গবেষক ফ্রাঙ্ক
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ভয়াবহ এক ভূমিকম্পে আপাতত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চল। শেষ খবর পাওয়া পর্যন্ত এই দুই দেশের মৃত্যুর সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। আরও বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের এ খবরের মধ্যেই নেদারল্যান্ডসে কর্মরত এক গবেষকের একটি টুইট ভাইরাল হয়ে গেছে। গত ৩ ফেব্রুয়ারি করা ওই টুইটে তিনি এই অঞ্চলে ভয়াবহ এক ভূমিকম্পের আশঙ্কার কথা জানিয়েছিলেন। খবর হিন্দুস্তানটাইমস।
ফ্র্যাঙ্ক হুগারবিটস
নেদারল্যান্ডসের সোলার সিস্টেম জিওমেট্রি সার্ভে কর্মরত গবেষক ফ্র্যাঙ্ক হুগারবিটসের টুইটে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছিল। ওই টুইটে তিনি লেখেন, খুব শিগগির একটি ভয়াবহ ভূমিকম্প হতে পারে। কম্পনের মাত্রা হতে পারে সাত দশমিক পাঁচ। সিরিয়া, তুরস্ক, জর্ডান, লেবাননের মধ্যে যে কোনো দেশে এ ভূমিকম্প হতে পারে।
উল্লেখ্য, সিরিয়া ও তুরস্কের একটা বড় অংশ জুড়ে গতকাল যে ভূমিকম্প আঘাত হানে তার কম্পনের মাত্রা সাত দশমিক আট। দ্বিতীয় ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক পাঁচ এবং তৃতীয় ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ছয়। এছাড়া ছোট ছোট আফটার শক তো ছিলই।
উদ্ধারের চেষ্টা
লাগাতার এই ভূমিকম্পে ওই এলাকা কার্যত ধ্বংসপুরীতে রূপ নিয়েছে। ৪ হাজার ছাড়িয়ে গেছে প্রাণহানির সংখ্যা। এখনও প্রচুর মানুষ নিখোঁজ থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান স্বয়ং দেশবাসীকে জানিয়েছেন, আরও মৃত্যু সংবাদের জন্য অপেক্ষা করতে হবে।
সোমবার ভোররাতে তুরস্কের গাজিয়ানতেপের কাছাকাছি একটি জায়গা ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। তাকে কেন্দ্র করে তুরস্ক সিরিয়া সীমান্তবর্তী বিশাল অংশ কেপে ওঠে ভূমিকম্পে। একেবারে শুরুতে ১০ জনের মৃত্যু সংবাদ জানা যায়। পরে দ্রুতগতিতে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা।
এদিকে তুরস্ক ও সিরিয়ার প্রলংকরী এ ভূমিকম্পে বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এ পর্যন্ত বিশ্বের মোট ৪২টি দেশ এগিয়ে এসেছে সাহায্যে। উদ্ধারকারী টিম পাঠিয়ে তারা উদ্ধার কাজে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত তার দেশ।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.