আপনি পড়ছেন

রাজধানী ঢাকার মগবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তারা নাম কর্ণ মোহন দে (২৭)। পুলিশের একজন কনস্টেবল ছিলেন।

moghbazar rail crossingমগবাজার রেল ক্রসিং

১৭ মার্চ, শুক্রবার বিকেলে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা।

তিনি বলেন, কর্ণ মোহন দে অসুস্থতা নিয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল রাতে একটু হাঁটাহাঁটি করার জন্য হাসপাতাল থেকে বের হন তিনি। পরে মগবাজার রেল ক্রসিং পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আজ বিকেলে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, প্রথমে আমরা তার পরিচয় জানতে পারিনি। পরে আমরা জানতে পারি তার নাম কর্ণ মোহন দে। তিনি পুলিশ সদস্য।

কর্ণ মোহন দের বাড়ি চট্টগ্রামের কক্সবাজার জেলার সদর থানার উত্তর হিন্দু পাড়া গ্রামে। তার বাবার নাম বিজয় মোহন দে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রাজারবাগ পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন কর্ণ মোহন দে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.