এশিয়ায় প্রথম নিউমোকোকাল ভ্যাকসিন পাচ্ছে সিঙ্গাপুর
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
এশিয়ার প্রথম দেশ হিসেবে ফাইজারের নতুন নিউমোকোকাল ভ্যাকসিন ‘পিসিভি২০‘ পাচ্ছে সিঙ্গাপুর। ভ্যাকসিনটি নিউমোনিয়া, মেনিনজাইটিস, সাইনাস ও মধ্য কানের সংক্রমণ রোধ সহায়তা করবে। টিকাগুলো নিউমোকোকাল রোগের প্রতিষেধক হিসেবেও কাজ করবে, যা সাধারণ ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। দ্য স্ট্রেইটস টাইমস।
টিকা গ্রহণ করছেন এক ব্যক্তি
স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে, নিউমোনিয়া, মেনিনজাইটিস, সাইনাস এবং মধ্য কানের সংক্রমণে গুরুতর অসুস্থতা আসতে পারে। মৃত্যু পর্যন্তও হতে পারে। টিকাটি মূলত নিউমোনিয়া বা ফুসফুসের প্রদাহ প্রতিরোধ করবে। তবে নিউমোনিয়ার সব কারণের বিরুদ্ধে এটি সুরক্ষা দেবে না।
নিউমোনিয়ার বিরুদ্ধে সিঙ্গাপুর সরকার শিশু এবং বয়স্কদের জন্য নিউমোকোকাল টিকাকে উৎসাহিত করে এবং ভর্তুকি দেয়। তবে বয়স্কদের জন্য প্রথমে নিউমোকোকাল কনজুগেট পিসিভি১৩ ভ্যাকসিন সুপারিশ করা হয়। এর একবছর পর নিউমোকোকাল পলিস্যাকারাইড বা পিপিএসভি২৩ গ্রহণ করতে বলা হয়। আর নতুন পিসিভি২০ গ্রহণ করলে এই দুটি টিকা লাগবে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের নর্টন হেলথকেয়ারের নর্টন সংক্রামক রোগ ইনস্টিটিউটের প্রধান গবেষণা বিজ্ঞানী প্রফেসর জুলিও রামিরেজ আজ শনিবার সিঙ্গাপুরে পিসিভি২০ টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। তিনি বলেন, ভ্যাকসিনগুলো অ্যান্টিবডি তৈরি করে এবং সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দেয়।
ডিউক-এনইউএস মেডিকেল স্কুলের মাইক্রোবায়োলজিস্ট অধ্যাপক ইং ইয়ং বলেন, পিসিভি২০ ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা বিস্তৃত ও দীর্ঘস্থায়ী।
সিঙ্গাপুরের টান টোক সেং হাসপাতালের সহযোগী অধ্যাপক লিম পোহ লিয়ান বলেন, পিসিভি২০ টিকা অবশ্যই পিসিভি১৩-এর কাজও করতে পারে।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় দ্য স্ট্রেইটস টাইমসকে জানিয়েছে, গত নভেম্বর থেকে সিঙ্গাপুরে নতুন ভ্যাকসিনটি ব্যবহারের জন্য অনুমোদন পায়। জাতীয় টিকাদানের সময়সূচিতে ভ্যাকসিনটি অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা উচিত কিনা সে বিষয়ে পর্যালোচনা চলছে।
খবরে বলা হচ্ছে, বেসরকারি খাতে পিসিভি১৩ ভ্যাকসিনের দাম প্রায় ২০০ মার্কিন ডলার। নতুন পিসিভি২০ এর দাম এর চেয়ে কম হওয়া উচিত বলে চিকিৎসা বিশেষজ্ঞরা মনে করেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, জাতীয় প্রাপ্তবয়স্ক টিকাদানের সময়সূচির অধীনে পিসিভি২০ দেওয়া হবে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.