আপনি পড়ছেন

জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার বিকেলে মাহিয়া মাহির আইনজীবীরা আবেদন করলে জামিন মঞ্জুর করেন বিচারক। ফলে আজ রাতেই মাহিয়া মাহি কারাগার থেকে মুক্ত পাবেন বলে আশা প্রকাশ করেন তার আইনজীবী।

mahiya mahi 2মাহিয়া মাহি

মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার শাহাদাত সরকার বলেছেন, প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় আদালত মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেন।

তিনি বলেন, তার মক্কেল আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মামলা হওয়ার পরও দেশে চলে এসেছেন।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. আহসানুল হক বলেন, বিচারক মো. ইকবাল হোসেন মাহির জামিন মঞ্জুর করেছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের একটি মামলা ও গাজীপুরের স্থানীয় এক বাসিন্দার জমি দখলের একটি মামলায় জামিন পেয়েছেন মাহিয়া মাহি।

এর আগে, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করে পুলিশ। ওমরাহ শেষে সৌদি আরব থেকে স্বামী রকিব সরকারের সঙ্গে দেশে ফেরেন মাহি।

গ্রেপ্তারের পর মাহিয়া মাহিকে দুপুরে আদালতে তুলে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত রিমান্ড মঞ্জুর না করে মাহিকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার রাতে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে গাজীপুরে দুটি মামলা হয়। ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

মামলা হওয়ার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেছিলেন, ফেসবুক লাইভে এসে মিথ্যা কথা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছেন। তিনি পুলিশের বিরুদ্ধে ঢালাওভাবে অভিযোগ করছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন মাহি। মাহি ও তার স্বামী পুলিশকে বিতর্কিত করার চেষ্টা করছেন। তারা জমিজমা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমার কাছে আসেননি। তাই পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এর আগে, শুক্রবার ভোরে সৌদি আরব থেকে ফেসবুক লাইভে এসে গাজীপুরে রকিবের গাড়ির শো-রুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন মাহি।

এ সময় তিনি দাবি করেন, গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পাশে রকিবের গাড়ির শো-রুম সনিরাজ কার প্যালেসে এ হামলা হয়েছে। শো-রুমে হামলা করে সব ভেঙে ফেলা হয়েছে। এ হামলায় নেতৃত্ব দিয়েছে ইসমাইল হোসেন লাদেন ও মামুন সরকার। তাদের সঙ্গে আরও কয়েকজন ছিল।

হামলাকারীরা শো-রুমের গেট ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র, দরজা, জানালার কাচ এবং টেবিল চেয়ার ভেঙে ফেলেছে, শো-রুমের সাইনবোর্ড খুলে ফেলেছে। দুর্বৃত্তরা তার অফিস কক্ষ তছনছ করে টাকা পয়সা লুট করে নিয়ে গেছে।

ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তোলেন মাহি।

এর পরিপ্রেক্ষিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, শুক্রবার ভোরে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিনউত সেখানে আমরা কাউকে পাইনি। জমি সংক্রান্ত বিরোধের জেরে ওই ভাঙচুরের ঘটনা ঘটে। অথচ মাহি আমাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করছেন।

এদিকে মাহির ফেসবুক লাইভের পর শুক্রবার রাতে সংবাদ সম্মেলন করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। তিনি বলেন, রকিব সরকার যেখানে শো-রুম করেছেন সেই জাগা আমার। প্রায় সোয়া ১১ শতাংশ জমি দখল করে গাড়ির শো-রুম করেছেন রকিব। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে করে সরকারের সব দপ্তরে আমি অভিযোগ জানিয়েছি। এর মধ্যে রকিব নতুন করে তার শো-রুমে গাড়ি উঠাতেক থাকে। খবর পেয়ে আমি সেখানে যাই। কিন্তু রকিবের লোকজন আমাদের ওপর  দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমিসহ ৬ জন আহত হই। তারা নিজেরাই ওই শো-রুমে ভাঙচুর চালিয়েছে। ওই জমি রকিব সরকারের নয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.