আপনি পড়ছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ১৮ মার্চ, শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে আসাদসহ আরও যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে।

zelensky and bashar al assadআসাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেন জেলেনস্কি

সিরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা ১০ বছর পর্যন্ত কার্যকর থাকবে। নিষেধাজ্ঞাগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনে সিরিয়ার প্রেসিডেন্টের সম্পদ যদি থাকে, সেগুলো ব্লক করা। এছাড়া তাকে যে কোনো বাণিজ্যিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করা।

আসাদ ছাড়াও সিরিয়ার প্রধানমন্ত্রী হুসেইন আরনাস এবং পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রী ফয়সাল মেকদাদের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের জারি করা নিষেধাজ্ঞার তালিকায় বাশার আল আসাদসহ ৩০০ ব্যক্তি এবং ১৪১টি সংস্থার নাম রয়েছে। এদের মধ্যে তিনজন সিরিয়ান ছাড়া বেশিরভাগই রাশিয়া এবং ইরানের নাগরিক। আর সংস্থাগুলোও রাশিয়া এবং ইরানের ছিল। 

সূত্র: আনাদোলু এজেন্সি 

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.