আপনি পড়ছেন

মাথাপিছু জিডিপি হিসেবে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ বুরুন্ডি। দেশটির মাথাপিছু জিডিপি প্রায় ৩০৮ মার্কিন ডলার। যেখানে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ২৮৪৭ ডলার। বিশ্বের ১২৩টি দেশ আছে যাদের মাথাপিছু জিডিপি বিশ্বব্যাপী গড় জিডিপিরও নিচে। বিশ্বের ২০টি দরিদ্রতম দেশই আফ্রিকা মহাদেশে অবস্থিত। ভিজুয়াল ক্যাপিটালিস্ট।

the poorestমাথাপিছু জিডিপিতে বিশ্বের দরিদ্রতম দেশ

মাথাপিছু গ্লোবাল জিডিপি প্রতি বছর বাড়তে থাকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৩ সালের জন্য বিশ্বব্যাপী গড় জিডিপি ধরেছে ১৩ হাজার ৯২০ মার্কিন ডলার। বিশ্বের ২৫টি দেশের মাথাপিছিু জিডিপি একেবারেই কম। এ দেশগুলোর অবস্থান বাংলাদেশের চেয়ে অনেক নিচে।

অন্য ২৪টি দেশ হলো- সিয়েরা লিওন (৪৭২ ডলার), মালাউই (৪৮৩), মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (৫১৬), মাদাগাস্কার (৫৪০), সোমালিয়া (৫৬২), দক্ষিণ সুদান (৫৭০), নাইজার (৫৭৪), মোজাম্বিক (৫৭৯), ইরিত্রিয়া (৭০০), কঙ্গো (৭০৪), চাদ (৭৫৫), লাইবেরিয়া (৭৭০), বুরকিনা ফাসো (৩৩২), ইয়েমেন (৮৭২), গিনি-বিসাউ (৮৭৪), মালি (৮৭৭), গাম্বিয়া, (৮৮৩), সুদান (৯৩০), রুয়ান্ডা (৯৬৮), তাজিকিস্তান (১০৫০), উগান্ডা (১১৬৪), মিয়ানমার (১১৭৩), লেসোথো (১২০৯), ইথিওপিয়া (১২২৭)।

বিশ্বের মাথাপিছু জিডিপি ২০২২ সালে ছিল ১৩ হাজার ৪০০ মার্কিন ডলার, যা ২০২৩ সালে হয়েছে ১৩ হাজার ৯২০ ডলার। কিন্তু বিশ্বের অন্যান্য অংশের বিপরীতে আফ্রিকায় মাথাপিছু অর্থনৈতিক উৎপাদন উত্তর আমেরিকা বা ইউরোপের দেশগুলোর তুলনায় অনেক কম।

বুরুন্ডির জনসংখ্যা ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। দেশটি আফ্রিকার ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে একটি। ১৯ শতকের শেষার্ধ থেকে প্রথমে জার্মান, তারপর বেলজিয়ান উপনিবেশ হওয়ার পর বুরুন্ডি ১৯৬২ সালে স্বাধীনতা লাভ করে।

দেশটি গত ৫০ বছরে বারবার গৃহযুদ্ধের মুখে পড়েছে। দেশটিতে রয়েছে উচ্চ স্তরের দুর্নীতি। তবে সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কারের প্রভাব উল্লেখ করে আইএমএফ দেশটির অর্থনীতিকে ইতিবাচক প্রবণতার তালিকায় রেখেছে।

বৈশ্বিক সম্পদ বৈষম্যের তুলনামূলক পয়েন্ট হিসাবে বিশ্বের সবচেয়ে ধনী দেশ লুক্সেমবার্গের মাথাপিছু জিডিপি বুরুন্ডির প্রায় ৪১৫ গুণ। দ্বিতীয় এবং তৃতীয় সর্বনিম্ন মাথাপিছু জিডিপির অধিকারী সিয়েরা লিওন ও মালাউইর জিডিপি বুরুন্ডির থেকে প্রায় ২০০ ডলার বেশি।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.