আপনি পড়ছেন

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে মস্কোকে উসকানি না দেওয়ার মতবাদ অনুসরণ করে আসছে। আর সে জন্যই তারা ইউক্রেনকে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করে না। খবর আনাদোলু।

oleksii reznikov 1ওলেক্সি রেজনিকভ

স্প্যানিশ দৈনিক লা রেজনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেন, ২০০৮ সালে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে জোটের শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে ন্যাটোতে সদস্যপদ না দেওয়ার সিদ্ধান্তের পেছনেও এটি একটি কারণ ছিল।

সে সময় যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ ইউরোপীয় রাষ্ট্র কিয়েভকে সদস্যপদ দেওয়ার পক্ষে ছিল। কিন্তু তৎকালীন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এই ধারণার বিরোধিতা করেছিলেন এবং অন্য দেশগুলোকে রাশিয়াকে উসকানি না দেওয়ার ব্যাপারে রাজি করিয়েছিলেন। ফলে ইউক্রেনের আর ন্যাটোর সদস্য হওয়া হয়নি। পরবর্তীতে রাশিয়ার হামলার শিকার হয় ইউক্রেন এবং ক্রিমিয়া দখল করে নেয় ক্রেমলিন।

ukraine waইউক্রেনের সেনাসদস্য

ওলেক্সি রেজনিকভ বলেন, রাশিয়ার ব্যাপারে দ্বিতীয় ভুলটি ছিল একটি বিশ্বাস, যাতে মনে করা হয়, যদি রাশিয়ার সঙ্গে সামরিক সংঘর্ষ হয়, তাহলে অনেক বড় একটি সেনাবাহিনীর মুখোমখি হতে হবে এবং পরাজয় বরণ করতে হবে। তবে সেটি যে সত্য নয়, তা আমরা দেখিয়ে দিয়েছি।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, কিয়েভের সেনাবাহিনীর জন্য বর্তমানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ অন্যান্য সামরিক সরঞ্জাম দরকার, যাতে রাশিয়ার বিমান হামলা প্রতিহত করা যায়। এ সময় তিনি রাশিয়ার পরমাণু যুদ্ধের হুমকিকে একটি ধোঁকা বলে অভিহিত করেন।

ইউক্রেন ন্যাটোর ডি-ফ্যাক্টো সদস্য কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিয়েভ তাদের সামরিক বাহিনীতে ন্যাটোর মান ধরে রেখেছে। পাশাপাশি অন্য প্রযুক্তিগত দিকগুলোতেও ‘দুর্দান্ত আন্তঃকার্যক্ষমতা’ বজায় রেখেছে।

রাশিয়াকে আগামী ১০ বছরের জন্য ন্যাটোর সবচেয়ে বড় হুমকি উল্লেখ করে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাদের সঙ্গে যুদ্ধ এবং তাদেরকে পরাজিত করার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের মতো আর কারও নেই। সুতরাং ন্যাটোতে সদস্য হওয়ার ক্ষেত্রে এর চেয়ে ভালো কারণ আর কী হতে পারে? এক কথায় বলতে গেলে, তাদের আমাদের প্রয়োজন।

রেজনিকভ ইউক্রেনের যুদ্ধ সম্পর্কিত পেন্টাগনের নথি ফাঁসের বিষয়েও মন্তব্য করেছেন। তিনি বলেন, সত্য-মিথ্যার মিশেলে নথিগুলো তৈরি করা হয়েছে। এটিকে বিশেষ বিভ্রান্তিমূলক অপারেশনের অংশ উল্লেখ করে তিনি দাবি করেন, মূলত মিত্রদের মধ্যে আস্থা নষ্ট করার জন্য এই কাজটি করা হয়েছে। আমি জানি না কে এটা করেছে, তবে এর দ্বারা রাশিয়ার উপকার হয়েছে।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.