আপনি পড়ছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৯তম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। ঢাবির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ১৫ অক্টোবর, রোববার শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ ঘোষণা দিতে পারে বলে জানা গেছে।

prof maksud kamalঅধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

ঢাবির শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া বলেছেন, 'আমরা একাধিক সূত্র থেকে নিশ্চিত হয়েছি যে অধ্যাপক মাকসুদ কামাল পরবর্তী ভিসি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয় সূত্র এই খবরটি নিশ্চিত করেছে।'

ঢাবি রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার বলেছেন, 'আমরা এমন খবর পেয়েছি। তবে আমরা এখনো কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাইনি।'

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা জানিয়েছেন, তারা জানতেন যে অধ্যাপক কামাল পরবর্তী ভিসি হিসাবে নিয়োগ পেতে যাচ্ছেন। কারণ সমস্ত প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে।

দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মাকসুদ কামাল টানা ৪ বার ঢাবির শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালে তিনি উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন।

উল্লেখ্য, বর্তমান ভিসি অধ্যাপক মোঃ আখতারুজ্জামানের মেয়াদ আগামী ২ নভেম্বর শেষ হচ্ছে।