আপনি পড়ছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৯তম উপাচার্য (ভিসি) হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। ১৫ অক্টোবর, রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

prof maksud kamalঅধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এবং ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হলো।

ঢাবির ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক মাকসুদ কামাল ২০২০ সালে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিনি টানা ৪ বার শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) বৈজ্ঞানিক কর্মকর্তার পদে ৬ বছর কর্মরত ছিলেন।

উল্লেখ্য, বর্তমান ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের মেয়াদ আগামী ২ নভেম্বর শেষ হচ্ছে। তার স্থলাভিষিক্ত হবেন অধ্যাপক ড. মাকসুদ কামাল।