আপনি পড়ছেন

একশ’ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৮৬তম ড্র আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে এই ড্র অনুষ্ঠিত হয়।

bangladesh bank logo

কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুশঠিত হওয়া এই ড্রয়ে প্রথম পুরস্কার জিতেছে প্রত্যেক সিরিজের ০৬১৭৩৯৪ নম্বর। একইসাথে দ্বিতীয় পুরস্কার জিতেছে প্রত্যেক সিরিজের ০১২৬৭৩৬ নম্বর প্রাইজবন্ড।

প্রাইজবন্ডের ড্র সাধারণত একক সাধারণ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় বলে প্রত্যেক সিরিজের একই নম্বর ওই পুরস্কারটি পায়। ফলে প্রত্যেক সিরিজ থেকেই প্রথম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাটি প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে। এইভাবে অন্য পুরস্কারগুলোও দেয়া হয়ে থাকে।

মোট ৪৪টি সিরিজ থেকে ৪৬টি সাধারণ সংখ্যা এবারে পুরস্কার পেয়েছে। ফলে পুরস্কার প্রাপ্ত মোট প্রাইজবন্ডের সংখ্যা দুই হাজার ২৪টি।

তৃতীয় পুরস্কার পেয়েছে ০০৬০৮৬১ ও ০৪৪৪৫৬২ নম্বরের প্রাইজবন্ড দুটি। ০০১৯৪৫৬ ও ০০৫৭৬৪৮ নম্বর জিতেছে চতুর্থ পুরস্কার।

এছাড়া পঞ্চম পুরস্কার পাওয়া ৪০টি নম্বর হলো: ০০০০৩১৭, ০১০৯১৪৪, ০২৫৯৫২৭, ০৪৭১০৫৫,০৬৫৯২৯১, ০০৪০২১০, ০১১০৯৮৩,০২৭৭৮৩২, ০৪৮৬৩৩৬, ০৭০২২০৪, ০০৪৫৮৫৮, ০১১৮৪১৩,০২৯৩৯৮৯, ০৫২০৪২৬, ০৭২৬৫৩৭, ০০৪৬৩৯২, ০১২২৬৪৭, ০৩৩৩০৮৮, ০৫৪০২১২, ০৭৬৩৩৩৯, ০০৭৫৬১০, ০১৪৯১২৮, ০৩৩৭৪২২, ০৫৬৩২৭৮, ০৭৭৩৯৭৯, ০০৮৬১১৭, ০১৫৯২৩৫, ০৩৪২০৮০, ০৫৮৮১১২, ০৭৮৬০৩২ , ০০৯৯০৪৫০, ০১৮৭০৮১, ০৩৬৪৩৪২, , ০৬৩৬৫২৫, ০৮৮০০৩০, ০০৯৫৩৪২, ০২০১৫২৩, ০৪০৪০৩২,০৬৫৪০৬৮, ০৯৬৪৮৫৫।

নিয়মানুযায়ী প্রথম পুরস্কার বিজয়ীরা পাবেন ছয় লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ী তিন লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার বিজয়ী এক লাখ, চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার এবং পঞ্চম পুরস্কার বিজয়ীরা প্রত্যেকে ১০ হাজার টাকা করে পাবেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.