দিনাজপুর সদর উপজেলার রাণীগঞ্জ মোড়ে বুধবার সকালে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ রোববার সকাল ১০ টায় রাইস মিলটির শ্রমিক শফিকুল এবং উদয় চন্দ্রের মৃত্যু হলে মোট মৃতের সংখ্যা ৭ গিয়ে ঠেকে।
789101213গত বুধবার ১৯ শে এপ্রিল দিনাজপুরের রানীগ্রঞ্জ মোড়ে যমুনা অটো রাইস মিলের বয়লার বিস্ফোরন হলে ঘটনাস্থলেই ২১ জন দগ্ধ হন। আহতদের দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে থেকে ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকলে কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবারেই চারজনের মৃত্যু হয়। গতকাল শনিবার রাতে অটো রাইস মিলটির ম্যানেজার রঞ্জিত রায় (৫০) মৃত্যুবরণ করেন। এর পরদিন সকাল ১০ টায় হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম (৪৫) ও উদয় চন্দ্র (২২) মারা যান।
রংপুর মেডিকলে কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মারফুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন ১২ জন শ্রমিকের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল এর মধ্যে ৭ জন গত তিনদিনে মারা গেছেন। বাকি ৫ জনের মধ্যে তিনজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি দুইজনের অবস্থা ক্রমশ উন্নতি হচ্ছে।