সম্প্রতি কিছুদিন পূর্বে সরকারের সঙ্গে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের বৈঠক এবং কওমি মাদ্রাসার স্বীকৃতি প্রদান বিষয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘হেফাজতে সঙ্গে কওমি মাদ্রাসার কোন মিল নেই। দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। এই দুটিকে একসাথে মেলানো যাবে না।'
789101213রবিবার দুপুরে শেরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'কওমি মাদ্রাসার স্বীকৃতি এক জিনিস এবং জঙ্গিবাদ আরেক জিনিস।‘
কওমি মাদ্রাসার স্বীকৃতির বিষয়টি অনেক পুরনো ইস্যু উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কয়েকবছর আগে এ বিষয়ে একটি কমিটি করে দিয়েছিলেন। কিন্তু তারা তখন একত্রে আসতে পারেননি। এখন তারা একত্রে এসেছেন, তাই প্রধানমন্ত্রী তাদের স্বীকৃতি দিয়েছেন। কওমি মাদ্রাসার লাখ লাখ ছাত্র যাতে ভবিষ্যতে দ্বীনের কাজের সঙ্গে সঙ্গে নিজেরা স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাড়াতে পারে তাই এই স্বীকৃতি দেওয়া হয়েছে।‘
উল্লেখ্য কিছুদিন পূর্বে সরকার কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে-ই-হাদিসকে (স্নাতকোত্তর) স্বীকৃতি দেওয়ার ঘোষনা দেয়। সরকারের কোন প্রতিনিধি ছাড়াই মাদ্রাসা কর্তৃপক্ষের করা কমিটির অধীনে পরীক্ষা নিয়ে এই সনদ দেওয়া হবে। দীর্ঘদিন যাবৎ মাদ্রাসা কর্তৃপক্ষের দাবির পরিপ্রেক্ষিতেই এই স্বীকৃতি দেওয়া হচ্ছে।