রিয়ালের বিদায়, ফাইনালে জুভেন্টাস
- Details
- by ২৪ লাইভ নিউজপেপার ডেস্ক

ঘরের মাঠ থেকেই চ্যাম্পিয়ন্স লিগ শেষ হয়ে গেলো রিয়াল মাদ্রিদের। সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালের সাথে ড্র করে ১২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে জুভেন্টাস। ছয় জুন তারা খেলবে বার্সেলোনার বিপক্ষে। জুভেন্টাসের আগে বায়ার্ন মিউনিখকে দুই লেগে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কাতালানরা।
বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে জুভেন্টাসের সাথে ১-১ গোলে ড্র করে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। এই ড্রতেই কপাল পুড়ে তাদের তাদের। প্রথম লেগে ২-১ গোলে জিতেছিলো জুভেন্টাস। ফলে দুই লেগ মিলিয়ে তারা জিতে যায় ৩-২ ব্যবধানে।
ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল পায় রিয়াল মাদ্রিদ। গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এগিয়ে গিয়ে ম্যাচে ভালোই দাপট প্রতিষ্ঠা করে তারা। কিন্তু ৫৭ মিনিটে গিয়ে পল পগবার সহায়তায় গোল দিয়ে দেন মোরাতা। ওই গোলেই সর্বনাশ হয় রিয়ালের। পরে আর কোনো দলই গোল করতে পারেনি।
আপনি আরো পড়তে পারেন
গার্দিওলা: মেসি পৃথিবীর সেরা ফুটবলার
হেরেও ফাইনালে বার্সেলোনা
সুয়ারেজ: মেসি প্রাকৃতিকভাবেই সেরা
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর