আপনি পড়ছেন

আজ পবিত্র জুমাতুল বিদা। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার মুসলিম বিশ্বের কাছে জুমাতুল বিদা নামে পরিচিত। এই দিনটি ‘আল-কুদস’ দিবস হিসেবেও পরিচিত। এই দিনটির মধ্য দিয়ে পবিত্র রমজান মাসকে বিদায় জানানোর প্রক্রিয়া শুরু হয়।

ramadan big

রমজানের শেষ শুক্রবার ধর্মপ্রাণ মুসলমানদের কাছে খুবই গুরূত্বপূর্ণ। মূলত দিনটি বরকতময় রোজার মাস শেষ হওয়ার সতর্কবার্তা নিয়ে আসে। সেই সাথে বান্দার ক্ষেত্রে আল্লাহর করুণা, মাগফিরাত ও নাজাত লাভের অন্যতম সুযোগ এই দিনটি।

আন্তর্জাতিকভাবে দিনটি আল-কুদস দিবস হিসেবেও পরিচিত। মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসকে ইহুদীদের দখল থেকে মুক্ত করার লক্ষ্যে প্রতি বছর রমজানের শেষ শুক্রবার বিশ্বব্যাপী ‘আল-কুদস দিবস’ পালিত হয়।

আজকের দিনটিকে সামনে রেখে ধর্মীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, আজ জুমাতুল বিদায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

আপনি আরও পড়তে পারেন

রমজানের শেষ দশদিনে বেশি বেশি ইবাদত

লাইলাতুল ক্বদরের তালাশ

নামাজ না পড়লে রোজা কবুল হয় না

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর