নাগরিক জীবনের ব্যস্ততায় প্রিয় মানুষ বা বন্ধুদের ফোন নাম্বারই অনেক সময় ফোনবুকে রাখা হয় না। আর হঠাত হঠাত কালে-ভদ্রে দরকার পড়ে এমন নাম্বার তো সেভ রাখার প্রশ্নই আসে না। অথচ দরকারের মুহূর্তে একটি নাম্বারের জন্যই হুমকির মুখে পড়ে যেতে পারে আপনার প্রিয়জনের জীবন।

হয়তো গভীর রাতে পরিবারের বয়স্ক মানুষটার বুকে ব্যথা শুরু হলো, অথবা কোনো এক অসতর্ক মুহূর্তে আপনার অনাগত সন্তানের আগমনী ঘণ্টা বেজে ওঠলো। তখন হয়তো হাজার খুঁজেও একটা এ্যাম্বুলেন্স সার্ভিসের ফোন নাম্বার আপনি পাবেন না। তাই দেখে শুনে ভালো কোনো এ্যাম্বুলেন্স সার্ভিসের ফোন নাম্বার সেভ রাখুন আপনার ফোনবুকে।

রাজধানী ঢাকার যেসব এ্যাম্বুলেন্স সার্ভিস ২৪ ঘণ্টাই রোগীদের সেবায় তৎপর থাকে সাধারনত সেসব সার্ভিসের ফোন নাম্বার কাছে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। ভালোমতো খোঁজ নিলে হয়তো আপনার বাসার কাছেই মানসম্পন্ন কোনো এ্যাম্বুলেন্স সার্ভিসের খোঁজ পেয়ে যাবেন।

এ্যাম্বুলেন্স সার্ভিসের মধ্যে নানান রকম ভিন্নতা রয়েছে। একটু জেনে নিলে ঠিক কী ধরণের সাহায্যের জন্য কোন সার্ভিসে ফোন দিতে হবে সেটা আপনিই বুঝে নিতে পারবেন। সাধারনত মানসম্পন্ন যে কোনো এ্যাম্বুলেন্সেই অক্সিজেন, ব্লাড থেকে শুরু করে একজন রোগীর যা যা প্রয়োজন তার সব ধরণের ব্যবস্থাই থাকে। তারপরও বেশকিছু এ্যাম্বুলেন্স সার্ভিসের রয়েছে একটু বাড়তি সুযোগ সুবিধা। যেমন চাইলে সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মার্সিডিজ বেঞ্জ অ্যাম্বুলেন্সও পেতে পারেন আপনি এই ঢাকায়। তাছাড়া বেশ কয়েকটি সার্ভিসে এয়ার এ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রয়েছে।

এ্যাম্বুলেন্সের ভাড়া সাধারনত খুব বেশি একটা ওঠানামা করে না। এই রাজধানীর ভেতর ২৬০ টাকা থেকে শুরু করে ২ হাজার ৫০০ টাকার মধ্যে অ্যাম্বুলেন্স ভাড়া পাবেন আপনি। ঢাকার বাইরে হলে ভাড়া বেশি পড়বে। পথের দূরত্ব বুঝে এই ভাড়ার পরিমাণ ৩৫ হাজার টাকা পর্যন্ত গিয়ে ঠেকতে পারে। আর এয়ার এ্যাম্বুলেন্স সার্ভিসে ভাড়া যে অনেক বেশি পড়বে সেটা সহজেই অনুমেয়।

জেনে নিন অ্যাম্বুলেন্স সার্ভিসগুলোর ফোন নম্বর:

আঞ্জুমান মফিদুল ইসলাম ৯৩৩৬৬১১ (কাকরাইল), ৭৪৪১৬৬০ (গেণ্ডারিয়া)
আল মাজহারুল ইসলাম অ্যাম্বুলেন্স: ৮১২৫৫৪৯, ৯১২৭৮৬৭, ৮১১৪৯৮০
রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স ৯৩৩০১৮৮-৯
ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স ৯৫৫৫৫৫৫, ৯৫৫৬৬৬৬-৭
বারডেম ৯৬৬১৫৫১-৫, ৮৬১৬৬৪১
মিডফোর্ট হাসপাতাল ৭৩১৯০০২-৬
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ৯১২২৫৬০-৭২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ৮৬১৮৬৫৩
হলি ফ্যমিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ৮৩১১৭২১-৫
স্কয়ার হাসপাতাল ০১৭১৩-৩৭৭৭৭৫, ০১৭১৩-৩৭৭৭৭৩, ৮১৪৪৪৬৬
মনোয়ারা হাসপাতাল ৮৩১৮১৩৫, ৮৩১৯৮০২
মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড ৮৬২০৩৫৩-৬
আলিফ অ্যাম্বুলেন্স সার্ভিস ৯১৩১৬৮৮, ৮১১৭৫৭৬
আইসিডিডিআরবি ৯৮২৭০০১-১০
আল আরাফাত এ্যাম্বুলেন্স সার্ভিস ০১৭১২৫৫৪০৪৩

Get the latest news on lifestyle, health, food, and more from our team of expert writers. From fitness tips and nutrition advice to travel guides and entertainment news, we cover the topics that matter most to you. Whether you're looking to improve your health, broaden your horizons, or just stay up-to-date with the latest trends, you'll find everything you need here.