নিখোঁজ ২০০ মার্কিন সেনার দেহাবশেষ ফেরত দিলো উ. কোরিয়া!
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
কোরীয় যুদ্ধের সময় নিখোঁজ হওয়া ২০০ মার্কিন সেনার দেহাবশেষ উত্তর কোরিয়া ফেরত দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মার্কিন সামরিক কর্তৃপক্ষ ও উত্তর কোরিয়া।
বৃহস্পতিবার মিনোসোটার এক জনসমাবেশে ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের মহান বীরদের ফেরত পেয়েছি। এরইমধ্যে ২০০ সেনার দেহাবশেষ ফেরত দিয়েছে উত্তর কোরিয়া।’
এর আগে কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছিল, আগামী কয়েকদিনের মধ্যে বেশ কিছু মার্কিন সেনার দেহাবশেষ ফেরত দেবে উত্তর কোরিয়া। এ সব দেহাবশেষ দক্ষিণ কোরিয়ায় থাকা জাতিসংঘ কমান্ডের কাছে হস্তান্তর করা হবে। পরে তা হাওয়াই দ্বীপের মার্কিন হিকাম বিমানঘাঁটিতে নেয়া হবে।
প্রসঙ্গত, গত সপ্তাহেই সিঙ্গাপুরে এক বৈঠকে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ওই বৈঠকে বিষয়টি সুরাহা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল। মার্কিন সামরিক বাহিনীর তথ্য থেকে জানা যায়, ১৯৫০-এর দশকে কোরীয় যুদ্ধে প্রায় ৩৬ হাজার ৫০০ মার্কিন সেনা নিহত হয়েছিল।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর