রোববার থেকে গাড়ি চালাবেন সৌদি নারীরা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
আগামী রোববার থেকে সৌদি আরবের নারীরা গাড়ি চালানোর অনুমতি পাচ্ছেন। বার্তা সংস্থা এএফপির প্রকাশিত এক প্রতিবেদনে শুক্রবার এমনটাই জানানো হয়েছে। এই অনুমতির মাধ্যমে সৌদি আরবের নারীদের দীর্ঘদিনের অভিযোগের অবসান ঘটবে।
বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানোর ওপর এখনও নিষেধাজ্ঞা বলবৎ আছে। আগামী রোববার এর অবসান ঘটবে। এ উপলক্ষ্যে দেশটিতে নারীরা উৎসবের আয়োজন করছেন।
সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, তরুণ যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশকে আধুনিক করতে নানামুখী সংস্কার-কার্যক্রম হাতে নিয়ছেন। নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া এই সংস্কার কার্যক্রমের একটি অংশ।
এদিকে আরব লেখক ও বিশ্লেষক হানা আর-খামরি মনে করছেন, আগামী রোববার সৌদি আরবে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। এ পদক্ষেপ দেশটিতে সামাজিক গতিশীলতা নিয়ে আসবে। তিনি বলেন, নারী সমাজের মুক্ত গতিময়তার জন্য এটা অপরিহার্য।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর