এবার রংপুরে এক জাপানি খুন
- Details
- by ২৪ লাইভ নিউজপেপার ডেস্ক
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় একজন ইতালিয়ান খুন হন গুলশানে। এরপর একই রকম ঘটনা ঘটলো রংপুরে। এবার খুন হয়েছেন ৫০ বছর বয়সী একজন জাপানি নাগরিক। শনিবার সকালে জাপানি এই নাগরিককে রংপুরের মাহিগঞ্জে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি হাসপাতালে নেওয়ার পথেই মারা যান বলে জানিয়েছে স্থানীয় জনগন।
হত্যার খবর পেয়ে রংপুর কোতোয়ালি, কাউনিয়া ও পীরগাছা থানার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং জাপানি এই নাগরিক হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
এ সম্পর্কে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন, 'জাপানি এই নাগরিক দেশের রংপুর শহরে চার মাস ধর বসবাস করে আসছে। এখানে তিনি জাপানি ঘাস চাষের একটি প্রকল্পের কাজে নিয়োজিত ছিলেন।'
তবে এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী সাংবাদিকদের জানিয়েছেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করে নিহত জাপানির লাশ উদ্ধার করেছি। বর্তমানে লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।'
আপনি আরো পড়তে পারেন
মহাসচিব পদ পেতে পারেন মির্জা ফখরুল
র্যাব হেফাজতে সন্দেহভাজন প্রশ্নফাঁসকারীর মৃত্যু
মিনা দুর্ঘটনাঃ পরিচয় মিলছে না ১১ বাংলাদেশি হাজির
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর