র্যাব হেফাজতে সন্দেহভাজন প্রশ্নফাঁসকারীর মৃত্যু
- Details
- by ২৪ লাইভ নিউজপেপার ডেস্ক
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজ র্যাবের হেফাজতে মারা গেছেন। তাঁকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছিলো। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাঁর লাশ নিয়ে আসা হয়।
জানা যায়, একজন ব্যক্তি বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে কাপড়ে মোড়ানো অবস্থায় ওমর সিরাজের লাশ ঢাকা মেডিকেল মর্গে নিয়ে আসেন। লাশবাহক আইন-শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর পরিচয় পাওয়া যায় নি।
শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাসকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, পুলিশ এ সম্পর্কে কিছুই জানে না। র্যাবের সদস্যই লাশ নিয়ে ঢাকা মেডিকেলে গেছেন।
র্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি মুজাহিদ ওমর সিরাজের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তাঁকে আরো দুইদিনের রিমান্ডে নেয়া হয়েছিলো। সন্ধ্যায় তিনি অসুস্থতাবোধ করলে তাকে হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। সেখানেই সন্ধ্যা সোয়া ৭টার দিকে হার্টএটাকে তিনি মারা যান।
উল্লেখ্য, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১৮ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁও ইউজিসি কার্যালয়ে অভিযান চালিয়ে সহকারী পরিচালক ওমর সিরাজকে সহ আরও দুইজন কর্মচারীকে আটক করা হয়েছিলো।
আপনি আরও পড়তে পারেন
মিনা দুর্ঘটনাঃ পরিচয় মিলছে না ১১ বাংলাদেশি হাজির
ভারত থেকে আর গরু আনা হবে না
মিনায় শহিদ হওয়া বাংলাদেশিদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর