সঠিক সময়েই বাংলাদেশে আসবেন পুতিন
- Details
- by ২৪ লাইভ নিউজপেপার ডেস্ক
পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সঠিক সময়েই বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলেভ।
শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নিকোলেভ গণমাধ্যমকে বলেন, ‘আমি আমার কথার পুনরাবৃত্তি করছি। আমাদের সম্মানিত প্রেসিডেন্ট নির্দিষ্ট সময় ও নির্ধারিত তারিখেই বাংলাদেশে আসবেন।’
পুতিনের আসন্ন ওই সফরে রাশিয়ার সাথে বাংলাদেশের বেশকিছু চুক্তি সম্পাদিত হতে পারে বলে জানান আলেকজান্ডার এ নিকোলেভ।
একই সফরে বাংলাদেশ সরকারের সাথে একটি চুক্তি অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুটি ইউনিট নির্মাণ নিয়েও একটি সাধারণ চুক্তি হতে পারে। এই চুক্তি অনুযায়ী রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন পরমাণু প্রতিষ্ঠান রোসাটম বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আংশিক কাজ করবে।
তবে ওই চুক্তি অনুষ্ঠানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন কি না, সে সম্পর্কে প্রশ্ন করা হলে নিকোলেভ বলেন, এটি দুই দেশের আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে।
আপনি আরও পড়তে পারেন
রোববার সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী
এবার রংপুরে এক জাপানি খুন
বাহরাইনের কূটনীতিককে বহিষ্কার করলো ইরান
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর