আপনি পড়ছেন

একশ’ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৯৪তম ড্র অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. সেলিম রেজার সভাপতিত্বে এই ড্র অনুষ্ঠিত হয়।

prize bond 100tk

কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হওয়া এই ড্রয়ে প্রথম পুরস্কার জিতেছে প্রত্যেক সিরিজের ০৬০৯৪৫৪ নম্বর। একইসাথে দ্বিতীয় পুরস্কার জিতেছে প্রত্যেক সিরিজের ০০৮২৮৭০ নম্বর প্রাইজবন্ড।

প্রাইজবন্ডের ড্র সাধারণত একক সাধারণ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় বলে প্রত্যেক সিরিজের একই নম্বর ওই পুরস্কারটি পায়। ফলে প্রত্যেক সিরিজ থেকেই প্রথম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাটি প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে। এইভাবে অন্য পুরস্কারগুলোও দেয়া হয়ে থাকে।

মোট ৪৪টি সিরিজ থেকে ৪৬টি সাধারণ সংখ্যা এবারে পুরস্কার পেয়েছে। ফলে পুরস্কার প্রাপ্ত মোট প্রাইজবন্ডের সংখ্যা দুই হাজার ২৪টি।

তৃতীয় পুরস্কার পেয়েছে ০১৭৬৩৯২ ও ০৭৭৭১২৭ নম্বরের প্রাইজবন্ড দুটি। ০৩২৭২৬১ ও ০৪০১০৪৪ নম্বর জিতেছে চতুর্থ পুরস্কার।

এছাড়া পঞ্চম পুরস্কার পাওয়া ৪০টি নম্বর হলো: ০০৫৫৩৫১, ০২২৪০৫০, ০৪০৭২৫৪, ০৬০২৫৪৯, ০৮৪৯৭০৮, ০১০৬৫১৫, ০২৪৫৪৭০, ০৪১৪২২৬, ০৬০৯২৬৮, ০৯২০৩১১, ০১৫৫১১৭, ০৩০৩১৯৪, ০৪৭১৭৫২, ০৭১৭৯৬৮, ০৯৫৩৫৮৭, ০১৬৭৪২৬, ০৩১৪৯৯৬, ০৪৮০৭৩৮, ০৭৩১৬৩২, ০৯৫৫৪১২, ০১৮৬৩২৭, ০৩৪৬৮৪৪, ০৫৩০০৩৫, ০৭৪৪৫২৭, ০৯৫৭২০২, ০১৮৮৬৭৬, ০৩৫১০৭৮, ০৫৩১৯৫৬, ০৭৫৭৭৬৮, ০৯৭২৯৭৫, ০২০২৫০১, ০৩৫৫৫৫০, ০৫৪৮৩৬৩, ০৭৬০০৯১, ০৯৯৪৫৩৭, ০২০৪৫২০, ০৩৫৮৭৩৩, ০৫৭২৪৩০, ০৮৪৪৮৪৪, ০৯৯৮৯৯৯।

নিয়মানুযায়ী প্রথম পুরস্কার বিজয়ীরা পাবেন ছয় লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ী তিন লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার বিজয়ী এক লাখ, চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার এবং পঞ্চম পুরস্কার বিজয়ীরা প্রত্যেকে ১০ হাজার টাকা করে পাবেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.