নিজেই বানান আকর্ষণীয় মোমবাতি
- Details
- by জীবনশৈলী ডেস্ক
সুগন্ধযুক্ত নানা রকমের মোমবাতি এখন ঘর সাজানোর জন্য দারুণ একটি অনুষঙ্গ। দামেও কম এই উপকরণ দিয়ে একটি সাধারণ ঘরকে কিছুক্ষণের মধ্যে করে তোলা যায় সুন্দর ও মনোরম। চাইলে আপনি নিজেও বানিয়ে ফেলতে পারেন এই ধরনের ডেকোরেটিভ মোমবাতি।
এখানে রইল কিছু টিপস-
একটি রুমে খালি জায়গা পড়ে আছে, কী করবেন ভেবে পাচ্ছেন না? একটি ছোট কর্নার টেবিলের ওপর কিছু মোমবাতি সাজিয়ে দিন। সাথে কিছু শোপিস।
একটা কাঁচের ভাস বা বয়াম, সাজানোর জন্য আদর্শ কিছু সাদা সৈকত বালি, সঙ্গে কিছু নুড়ি-পাথর কাঁচের বয়ামে ভরে তার মধ্যে মোটা মোমবাতিটা বসিয়ে দিন। ব্যস তৈরী হয়ে গেল ডেকোরেটিভ মোমবাতি।
যদি পানীয় গ্লাসের মত ফুলদানী থাকে, এতে রঙ্গিন ফুলের পাপড়ি দিয়ে তার ওপর পছন্দের মোমবাতি বসিয়ে দিন। এরকম কয়েকটি তৈরি করে বসার ঘরের সেন্টার টেবিলের উপর রাখতে পারেন। কিছু পাপড়িও ছড়িয়ে দিন।
আপনি আরও পড়তে পারেন
মশা থেকে রেহাই খুব সহজে
পোকামাকড়ের উপদ্রব থেকে রেহাই
গুছিয়ে রাখুন পড়ার টেবিল
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর