পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা মানুষের যানবাহনের চাপে দীর্ঘ ৫৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। মঙ্গলবার ভোর ৫টা থেকে শুরু হওয়া এই যানজটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এমতাবস্থায় দুপুরের দিকে যানজটে আটকে থাকা যাত্রীদের যানবাহন থেকে নেমে রাস্তায় ক্রিকেট খেলতে দেখা যায়।
789101213দীর্ঘসময় যানজটে আটকে থেকে বিরক্ত হয়ে একসময় সময় কাটাতে বাস থেকে নেমে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশের মহাসড়কে ক্রিকেট খেলায় মেতে উঠেন ঘরমুখো মানুষ। বিভিন্ন বাসে অপেক্ষারত যাত্রীরা সেই ক্রিকেট খেলা উপভোগও করেন।
তবে বিক্ষোভের ঘটনাও ঘটেছে। যানজটের প্রতিবাদে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিক্রমহাটি এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। এ সময় সড়কের পাশে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামানের গাড়িতেও আগুন ধরিয়ে দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল ট্রাফিক পুলিশ বিভাগের উপ-পরিদর্শক (টিএসআই) জাহিদ হোসেন বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে সকাল থেকে টোলপ্লাজা বন্ধ থাকায় এই যানজটের সৃষ্টি হয়। এ সময় উত্তরবঙ্গগামী যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে সৃষ্টি হওয়া এই যানজটের কারণ যানবাহনের অতিরিক্ত চাপ। বৃষ্টির কারণে সিরাজগঞ্জ থেকে স্বাভাবিক গতিতে গাড়ি চালাতে না পারায় এই যানজটের সৃষ্টি হয়েছে। এ নিয়ে কাজ করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।