আপনি পড়ছেন

ভারত-বাংলাদেশ বন্দর ব্যবহার চুক্তির পর প্রথমবারের মতো দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং শিল্প-বাণিজ্য মন্ত্রী ও আমলারা গুয়াহাটিতে দুই দিনের বৈঠকে মিলিত হলেন।

bangladesh india meeting

আসামের অ্যাক্ট ইস্ট ও বাণিজ্যমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জানান, গুয়াহাটি-ঢাকা বিমান ১৫ দিনের মধ্যে চালু হবে। সিলেট-শিলচর বাস চালানোর প্রস্তাব পাঠানো হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পাটোয়ারি-কক্সবাজার ইন্টারেট গেটওয়ে ব্যবহারের জন্য বাংলাদেশকে দর কমাতেও বলেন তিনি।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ভারত থেকে আসা পলিই পণ্যবাহী জাহাজ চলাচল ও বন্দর ব্যবহারের ক্ষেত্রে প্রধান সমস্যা। আলোচনায় দ্রুত ড্রেজিংয়ে সবচেয়ে জোর দেওয়া হয়। আশু সমাধান হিসেবে ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল মতলুব জানান, শুধু আসামের জন্য তারা ৬ মাসের মধ্যে ৫০টি এক মিটার নাব্যতার বার্জ তৈরি করে দেবেন। আসামের স্বাস্থ্য পর্যটনকেও তুলে ধরবে চেম্বার।

অন্যদিকে, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী রামেশ্বর তেলি জানান, উত্তর-পূর্বে ফুড পার্ক গড়লে বাংলাদেশের সংস্থা ৫০ শতাংশ ভর্তুকি পাবে।

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে পোশাক, স্বাস্থ্য পরিষেবা, তথ্য প্রযুক্তি ও শিক্ষা ক্ষেত্রে যৌথভাবে কাজ করার ব্যাপারে বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ঠিক হয়, আসামের মুখ্যমন্ত্রী ও বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে বাণিজ্য টাস্কফোর্স তৈরি হবে যা প্রতি বছর চার বার মিলিত হবে।

বাংলাদেশের বাণিজ্য সংস্থাগুলি আসাম চা উৎপাদকদের সঙ্গেও বৈঠক করেন। বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ জানান, আগামী পাঁচ বছরে দেশের ৭০০ নদীতে ড্রেজিং চালিয়ে দশ হাজার কিলোমিটার জলপথ সৃষ্টি করার লক্ষ্য নিয়েছে তাদের সরকার।

ভারতের অভ্যন্তরীণ জলপথ দফতরের চেয়ারপারসন অমিতা প্রসাদ জানান, নতুন জলপথ কলকাতা-আগরতলার দূরত্ব ৮০০ কিলোমিটার কমিয়ে আনবে। বারাণসী থেকে হলদিয়া ও বাংলাদেশ হয়ে আসামের শদিয়া ও অন্যদিকে ত্রিপুরা পর্যন্ত যেতে পারবে জাহাজ।

আসামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার তানভীর মনসুর বলেন, আসামের মানুষের বাংলাদেশ নিয়ে মানসিক ব্যবধান ও ভুল ধারণা দূর করতে যাতায়াত বাড়াতেই হবে। পর্যটকদের জন্য অন অ্যারাইভাল ভিসা, করিমগঞ্জে মাল্টিমোডাল লজিস্টিক পার্ক তৈরি, উত্তর-পূর্বের সীমান্তগুলি সব পণ্যের জন্য খুলে দেওয়া, বেনাপোলে ২৪ ঘণ্টা ক্লিয়ারেন্স ও ডিজিটাইজেশনের প্রস্তাব আসে।

এদিকে, দুই দেশের কর্মকর্তাদের মধ্যে দুই দিনের বৈঠকে ২০টির বেশি বাণিজ্যচুক্তি সই হয়েছে। সেইসঙ্গে প্রকাশ হয় শেখ মুজিবের আত্মজীবনী কারাগারের দিনলিপির অসমিয়া ভাষার অনুবাদ।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.