ব্রিটিশ অর্থমন্ত্রী সাজিদ জাভিদ পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের এক নির্দেশকে অগ্রহণযোগ্য বিবেচনা করে তিনি পদত্যাগ করেছেন।
789101213বিবিসি বলছে, জাভিদকে তার সহযোগীদের বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী জনসন। জবাবে সাজিদ জানিয়েছেন, কোনো আত্মমর্যাদাসম্পন্ন মন্ত্রী এ ধরনের শর্ত মানতে পারেন না।
জাভিদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এমন একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসন অর্থমন্ত্রী সাজিদ জাভিদের সব বিশেষ উপদেষ্টাকে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন। তাদের স্থানে প্রধানমন্ত্রীর দপ্তরের বিশেষ উপদেষ্টাদের নিয়োগ দিতে বলেছিলেন। কিন্তু তা মেনে নিতে পারেননি তিনি।
তাছাড়া বরিস জনসন সম্প্রতি মন্ত্রিসভায় বেশ রদবদল করেছেন। মনে করা হচ্ছিল, সাজিদ জাভিদকেও সরিয়ে দেওয়া হতে পারে। আর তাই আগেভাগেই তিনি নিজের পদ থেকে সরে গেলেন।
উল্লেখ্য, বরিস জনসন নিজেই সাজিদ জাভিদকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। থেরেসা মে’র মন্ত্রিসভায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।