চীনের পর করোনাভাইরাসে সবচেয়ে ভয়াবহ থাবা লেগেছে ইতালিতে। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে রেকর্ড ৩৪৯ জন মারা গেছেন। এ ছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৩৩ জন।
789101213বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮০৯ জন। এ ছাড়া সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৭৪৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৪৯ জন।
এদিকে, করোনা মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তি। প্রায় ২৫ বিলিয়ন ইউরো দিয়ে চিকিৎসক, কর্মী, পরিবার ও ব্যবসার জন্য সহায়তা দেয়া হবে। নতুন একটি হাসপাতাল তৈরি করা হবে। ইতোমধ্যে কাজও শুরু হয়ে গেছে।
এ ছাড়া প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে নিয়ম মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মাইকিং করে সতর্ক করা হয়েছে। আর নির্দেশ অমান্য করলেই জরিমানার বিধান রয়েছে।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ১৭১ জন। আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৬০৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৮৮৩ জন।