করোনাভাইরাসে সংক্রমিত কোনো গর্ভবতীর মাধ্যমে গর্ভে থাকা সন্তান আক্রান্ত হতে পারে কি পারে না এর সঠিক উত্তর এখনো পাওয়া যায়নি। তবে সৌদি আরবে আক্রান্ত এক নারী সন্তানের জন্ম দিয়েছেন যার শরীরে করোনাভাইরাসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এতে করে নতুন এক দ্বার উন্মোচিত হলো।

pregnet women symbolic pictureপ্রতীকী ছবি

আল-আরাবিয়ার বরাতে জানা যায়, এখন পর্যন্ত এ সংক্রান্ত স্বল্প পরিমাণ গবেষণা হয়েছে। বিজ্ঞানীরা আরো কিছু গবেষণার পর এ বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারবেন।

গর্ভে থাকা সন্তান কি সংক্রমিত হতে পারে?

গর্ভে থাকা সন্তান করোনাভাইরাসে সংক্রমিত হতে পারে এ বিষয়ে কোনো পোক্ত গবেষণা এখন পর্যন্ত হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন গবেষণার বরাতে জানা যায়, গর্ভে থাকা সন্তানের ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার সুযোগ কম।

কিন্তু স্বল্প গবেষণার উপর ভিত্তি করে এই বক্তব্য দেয়া বেশ ঝুঁকির।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভাইরাস ছড়িয়ে পড়ার সবচেয়ে সহজতম উপায় হচ্ছে মাতৃদুগ্ধ। গবেষকরা সংক্রমিত রোগী থেকে তার স্যাম্পল নিয়ে টেস্ট করেছেন। এতে ভাইরাসের অস্তিত্ব তারা পাননি।

গত ফেব্রুয়ারিতে চীনা একদল গবেষক বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। তাদের মতে গর্ভে থাকা অবস্থায় কোনো সন্তানের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সুযোগ নেই। কিন্তু তারাও বলছে এ বিষয়ে আরো গবেষণার প্রয়োজন আছে।

coronavirus picপ্রতীকী ছবি

গর্ভবতীরা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে আছে?

এ বিষয়ে যুক্তরাজ্যের চিকিৎসক ডক্টর জো মাউনফিল্ড বলেন, গর্ভবতীরা অন্যান্যদের থেকে তুলনামূলক কম ঝুঁকিতে আছে। এ বিষয়ে আমি আশ্বস্ত করতে পারি। তবে সংক্রমিত লোকের খুব নিকটে গেলে তারাও ভাইরাসে সংক্রমিত হয়ে যেতে পারে। তাছাড়া গুরুতর কোনো শারীরিক সমস্যা না থাকলে এমনিতেই তারা সুস্থ হয়ে উঠতে পারবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে, তাদের কাছে এমন কোনো উপাত্ত নেই যাতে বলা আছে গর্ভবতীরা করনাভাইরাসে সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিতে আছে। তবে এ বিষয়ে আরো গবেষণা চলছে। পরবর্তীতে আরো যৌক্তিক কিছু জানা যাবে।

এ বিষয়ে সংস্থাটি পরামর্শ দিয়ে বলেছে, ঝুঁকি কম থাকলেই যে ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে গাঁ ছাড়া ভাব থাকবে না বিষয়টি এমন নয়। তাদের অবশ্যই সংক্রমণ থেকে বাঁচতে আমাদের দেখানো শর্তগুলো মেনে চলতে হবে এবং সবসময় একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে হবে।

সংক্রমিত গর্ভবতীকে সিজারের মাধ্যমেই প্রসব করাতে হবে?

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, না দরকার নেই। সিজার তখনই করতে হবে যখন সে সাধারণ উপায়ে প্রসব করতে ব্যর্থ হবে অথবা মৃত্যুঝুঁকি থাকে।

new boron wearing protective gearনবজাতককে সংকমণ থেকে বাঁচাতে বিশেষ প্রতিরোধক পড়ানো হয়েছে

করোনা সংক্রমিত মা কি তার নবজাতক শিশুকে স্পর্শ পরতে পারবে?

একজন সংক্রমিত মা কিভাবে তার নবজাতক সন্তানকে স্পর্শ করবে সে সংক্রান্ত কিছু নীতিমালা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এগুলো হলো: শুশুকে স্পর্শ করার আগে অবশ্যই ভালো করে হাত ধুয়ে নিতে হবে। শিশুর আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার রাখতে হবে।

বিশ্বে নবজাতক শিশুও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এরকম ঘটনাও ঘটেছে। তবে এক্ষেত্রে তাদের মধ্যে মৃদু সংক্রমণের ঘটনা ঘটেছে এবং তাদের মধ্যে কোনো লক্ষণ দেখা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও তাই বেশ সতর্কতার সঙ্গে নবজাতকদের পরিচর্যা করার কথা বলা হচ্ছে।

Get the latest news on lifestyle, health, food, and more from our team of expert writers. From fitness tips and nutrition advice to travel guides and entertainment news, we cover the topics that matter most to you. Whether you're looking to improve your health, broaden your horizons, or just stay up-to-date with the latest trends, you'll find everything you need here.