মরণব্যাধি ক্যান্সার থেকে বেঁচে যাওয়া রোগী, তাদের আত্বীয়-স্বজন, ক্যান্সার চিকিৎসক এবং ক্যান্সার সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনকে নিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারী ঢাকার উত্তরার আরপি সিটিতে (অ্যাভেনিউ-২, সেক্টর-১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা) অনুষ্ঠিত হবে ক্যান্সার সারভাইভার্স মিলন মেলা-২০১৫।

অপরাজিতা সোসাইটি এ্যাগেন্স্ট ক্যান্সার, ক্যান্সার রোগী ও স্বজনসমাজ এবং দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন এর- উদ্যোগে আয়োজিত এই মিলন মেলার মূল উদ্দেশ্য হচ্ছে: ‘ক্যান্সারের বিরুদ্ধে জনগণকে সচেতন করা এবং নিজস্ব পদ্ধতিতে কিভাবে ক্যান্সার প্রতিরোধের কৌশল রপ্ত করা যায়’ এই বিষয়ে ধারণা দেয়া। খ্যাতিমান ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা এই মিলনমেলায় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করবেন।

মিলনমেলায় ক্যান্সার থেকে বেঁচে যাওয়া রোগীরা তাদের স্মৃতিচারণ করবেন। মিলনমেলাকে সর্বাত্বকভাবে সফল করার জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন আরপি কনস্ট্রাকশন (প্রা:) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ ভূইয়া।

বিস্তারিত তথ্য এবং রেজিস্টেশনের জন্য আগ্রহী ব্যক্তি ও সংগঠনসমূহকে সর্বশেষ আগামী ৭ ফেব্রুয়ারীর মধ্যে নিম্নের ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

দিনব্যাপি এই মিলনমেলার রেজিস্ট্রেশন ফ্রি রাখা হচ্ছে মাত্র ২০০ টাকা।

যোগাযোগ:
ফরিদ আহমেদ ভূঁইয়া (সভাপতি), খোরশেদ আলম চৌধুরী (সদস্য-সচিব) মিলনমেলা উদযাপন কমিটি-২০১৫, আহমেদ কমপ্লেক্স, ৮৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেইট, ঢাকা-১২১৫।
মোবাইল: ০১৭১১-৭০৫৪৬৭ (সদস্য সচিব)।
ই-মেইল: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Get the latest news on lifestyle, health, food, and more from our team of expert writers. From fitness tips and nutrition advice to travel guides and entertainment news, we cover the topics that matter most to you. Whether you're looking to improve your health, broaden your horizons, or just stay up-to-date with the latest trends, you'll find everything you need here.