ডিএমপি কমিশনার: রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে অপারেশনে দেরি হয়
- Details
- by জাতীয় ডেস্ক
গুলশানে জিম্মিদের উদ্ধার এবং সন্ত্রাসীদের মোকাবিলায় অপারেশন চালানোর জন্য পুলিশ ও র্যাব প্রস্তুত ছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে আয়োজিত এক শোকসভায় তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে সেদিন অপারেশন চালাতে দেরি হয়। তবে পুলিশ ও র্যাব অপারেশন চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত ছিল।
তিনি বলেন, সেই রাতে নিজেদের জীবনের জন্য কোনো সংশয় ছিলো না। তখন মানুষের জন্য চিন্তা করতে হবে। এতোগুলো মানুষকে যদি সন্ত্রাসীরা জিম্মির পর হত্যা করে পালিয়ে যায় তাহলে জাতির কাছে লজ্জার কিছু থাকবে না।
তবে এ ধরনের জিম্মি সঙ্কট মোকাবিলা করার অভিজ্ঞতাও বাংলাদেশ পুলিশের নেই সেটিও তাঁর কথায় উঠে আসে। তিনি বলেন, হ্যান্ডমাইক দিয়ে বলা হয়, পুলিশ তোমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। তোমরা আত্মসমর্পন করো। নইলে তোমাদের গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে। পূর্ব অভিজ্ঞতা আমাদের থাকলে সেখানে আরো ভালো ব্যবস্থা গ্রহণ হয়তো সম্ভব ছিল।
আগামীতে এ ধরনের সঙ্কট মোকাবেলায় কী কী প্রস্তুতি থাকতে হবে, কী করতে হবে তা আজই ঠিক করার কথা বলেন আছাদুজ্জামান মিয়া।
আপনি আরও পড়তে পারেন
গুলশান সঙ্কট: ৪ হামলাকারীর পরিচয় নিশ্চিত, সংখ্যা নিয়ে ধোঁয়াশা
গুলশান সংকট: 'বিশ্বের অনেক দেশের চাইতে কম সময়ে নিয়ন্ত্রণে এসেছে'
কীর্তনখোলায় লঞ্চ- স্টিমার সংঘর্ষ: ৫ যাত্রী নিহত
শ্রদ্ধা জ্ঞাপন শেষে লাশ হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
সন্ত্রাস নির্মূলে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর