বৃষ্টির দিনে জুতার যত্ন
- Details
- by জীবনশৈলী ডেস্ক
বৃষ্টির দিনে চামড়ার জুতোয় ড্যাম্প ধরার সম্ভাবনা থাকে। তাই বলে জুতো ব্যবহার করবেন না? জুতো জোড়া তুলে না রেখে বরং সাবধানে ব্যবহার ও যত্ন করুন। বর্ষাতেও জুতো কীভাবে ভাল রাখা যায়, তাই দেখে নিন।
কাদা, ছত্রাক ইত্যাদি উঠাতে বর্ষার সময় নিয়মিত জুতো পালিশ করানো জরুরি। পালিশ করা জুতোয় অনেকসময় পানি জমে না। এছাড়া পালিশের চেয়ে একটু আলাদা হচ্ছে ‘শ্যু ওয়াক্সিং’। দামি জুতোর ক্ষেত্রে এটা করিয়ে নিলে চামড়া ভাল ও সুরক্ষিত থাকবে। ওয়াটার প্রুফ স্প্রে নিজের সঙ্গে রাখতে পারেন। তবে স্প্রে করলে জুতোর রঙ বদলে যেতে পারে। এটি খেয়াল রাখবেন।
জুতো ভিজে গেলে কী করবেন?
ভেজা জুতো শুকাতে তাপ বা ড্রায়ার ব্যবহার করবেন না। জুতো শুকোতে পানি ঝরাতে কাগজ বা কাপড় ব্যবহার করুন। কাগজ বা কাপড় চামড়ার ভিতরের পানি শুষে নেবে। ঘরের তাপমাত্রায় জুতো না শুকালে ভেপার আয়রন ব্যবহার করা যেতে পারে। ভেজা জুতোর দুর্গন্ধ দূর করতে ছোট্ট এক টুকরো কাপড় ভিনিগারে ভিজিয়ে জুতোর ভিতরটা ভাল করে মুছে নিন।
বর্ষায় বৃষ্টিকে ভয় না পেয়ে বরং এই সময়েও কীভাবে স্মার্ট থাকা যায় সে চেষ্টা করুন।
আপনি আরও পড়তে পারেন
যে কোনো দাগ তুলতে লেবুর খোসা
ঘর পরিষ্কারের সামগ্রী কতোটুকু নিরাপদ
মরচে পড়া তুলে ফেলুন ঝটপট উপায়ে
রঙ যাচাই করে কাপড় কিনুন
যত্নে থাকুক আপনার হাতঘড়ি
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর