করোনার ঝুঁকি কমাতে ৫ পরামর্শ
- Details
- by জীবনশৈলী ডেস্ক
প্রাণঘাতী করোনা মহামারিতে এক বছরেরও বেশি সময় ধরে কুপোকাত গোটা বিশ্ব। এ ভাইরাস থেকে কবে নাগাদ পরিত্রাণ মিলবে, তার কোনো আভাস পাওয়া যাচ্ছে না এখনো।
করোনা প্রতিরোধ, প্রতীকী ছবি
উপরোন্তু করোনাভাইরাসের সংক্রমণ দফায় দফায় ঢেউ হয়ে আসছে বিভিন্ন দেশে। বাংলাদেশেও এর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় তা নিয়ন্ত্রণে চলছে পক্ষকালব্যাপী ‘সর্বাত্মক লকডাউন’।
এমতাবস্থায় সংক্রমণ ঝুঁকি কমাতে ৫টি বিশেষ সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ইউনিসেফ বাংলাদেশ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটির ফেসবুক পেজে এটি প্রকাশ করা হয়েছে। সেগুলো হলো-
১) একান্ত জরুরি প্রয়োজন ছাড়া বাসায় থাকা
২) মাস্ক ব্যবহার করা
৩) সব সময় হাত পরিষ্কার রাখা
৪) হাঁচি-কাশি দেয়ার সময় টিস্যু বা বাহুভাঁজে নাক-মুখ ঢাকা
৫) যতটা সম্ভব ঘরের জানালা খোলা রাখা
ইউনিসেফের লোগো
এসব পরামর্শের বেশিরভাগই বাংলাদেশ সরকারের জারি করা করোনাকালীন নির্দেশনায় উল্লেখ রয়েছে। সরকারও বিষয়গুলো জনগণকে মেনে চলার অনুরোধ করে আসছে।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনার রোগী প্রথম শনাক্ত হয়, ভাইরাসটিতে প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ। সেই থেকে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জনে, মৃত্যু ১০ হাজার ৫৮৮।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর