মাস্ক পরিধানে যে বিষয়গুলো খেয়াল রাখবেন
- Details
- by জীবনশৈলী ডেস্ক
করোনাকালে আপনার-আমার নিত্যসঙ্গী মাস্ক। প্রথমদিকে কিছুটা অনীহা থাকলেও এখন সবাই এটা পরছেন। কিন্তু অসচেতনতা কিংবা কিছু বিষয় না জানার কারণে মাস্ক পরেও খুব একটা লাভ হচ্ছে না, ঝুঁকি থেকেই যাচ্ছে। বিশেষ করে, মুখ থেকে মাস্ক খোলার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে।
প্রথমত বলে নেওয়া দরকার, সার্জিক্যাল মাস্ক ৪-৬ ঘণ্টার বেশি পরে থাকা উচিত নয়। দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকলে তাতে অনেক জীবাণু আটকে যায়, তাই খোলার সময় নাকের সামনের অংশে হাত দিয়ে কিংবা মাস্কের কোনো অংশ ছুঁয়ে তা খোলা যাবে না। সেক্ষেত্রে কানের ওপর থাকা ফিতা ধরে সাবধানে খুলতে হবে।
হাত ধুতে হবে মাস্ক খোলার আগে, পরে নয়। মুখ থেকে মাস্কটা খোলার পর সেটা খোলা জায়গায় ফেলা যাবে না। ডাস্টবিনে ফেলার আগে একটি কাপড়ে বা প্লাস্টিকে মুড়িয়ে ফেলতে হবে। তারপর আরেকবার হাত ধুয়ে নিন অথবা স্যানিটাইজার ব্যবহার করুন।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর