আপনি পড়ছেন

জাতিসংঘ, আমেরিকাসহ বিশ্বের শক্তিধর দেশগুলোর বিধিনিষধ উপেক্ষা করে নিয়মিত পরমাণু পরীক্ষা অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন কারোর কথাই শুনছেন না। পরমাণু পরীক্ষা অব্যাহত রাখায় উত্তর কোরিয়ার ওপর বেজায় চটেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। 

john kerry

উত্তর কোরিয়ার ওপর রীতিমতো হুঁশিয়ারি উচ্চারণ করে কেরি বলেছেন, 'আমরা উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি বন্ধ করতে বারবার আহ্বান জানিয়েছি। কিন্তু তারা সেটাকে পাত্তাই দিচ্ছে না। তাদের এই ধৃষ্টতা এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য সত্যিকারের পরিণতি বরণ করতে হবে।'

লাওসে দক্ষিণ-পূর্ব এশিয়ার জাতিগুলোর সংগঠন আসিয়ানের বার্ষিক সম্মেলন চলাকালিন সময়ে উত্তর কোরিয়া সম্পর্কে এই মন্তব্য করেন কেরি। মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, 'বিশ্বের সকল রাষ্ট্র পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছে। কিন্ত উত্তর কোরিয়ার কার্যক্রমে তেমনটা দেখা যাচ্ছে না। তারা হাটছে বিপরীত দিকে। তারা পরমাণু কার্যক্রম বন্ধ করেনি।'

উত্তর কোরিয়ার প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, 'বিশ্বে শান্তি স্থাপনে পরমাণু নিয়ে না খেলাই ভালো। উত্তর কোরিয়ার বিপরীত দিকে হাঁটা বন্ধ করতে হবে। আমরা বিশ্বে শান্তি স্থাপনে কাজ করে যাচ্ছি সবাই উত্তর কোরিয়াকে বোঝাতে প্রতিশ্রুতিবদ্ধ। পরমাণু পরীক্ষা বন্ধ না করলে দেশটিকে সত্যিকারের পরিণতি ভোগ করতে হবে।'

চলতি বছর জানুয়ারিতে উত্তর কোরিয়া চতুর্থ দফা পরমাণু বোমার পরীক্ষা চালায়। এরপরই মূলত পূর্ব এশিয়ায় চলমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। এসময় জাতিসংঘসহ অনেক রাষ্ট্র বিষয়টিকে ভালোভাবে নেয়নি। উত্তর কোরিয়াকে এসব বন্ধে বারবার আহ্বান জানানো হয়। তারপরও পিয়ংইয়ং আরো কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

উত্তর কোরিয়া ২০০৫ সালে নিজেদের পরমাণু অস্ত্রধর দেশ হিসেবে ঘোষণা করে। এরপর বিভিন্ন প্রেক্ষাপটে দেশটি মোট চার বার পরমাণু অস্ত্রের পরীক্ষা করে। উত্তর কোরিয়ার অব্যাহত পরমাণু পরীক্ষার বিরুদ্ধ জন কেরির এমন হুশিয়ারির পর কিম জং উন থামবেন কি না সেটাই এখন দেখার বিষয়।

আপনি আরো পড়তে পারেন

জাকির নায়েক: বাংলাদেশে আমার বিরুদ্ধে ভুল সংবাদ প্রকাশ হয়েছিলো

জাপানে কুপিয়ে ১৯ জনকে হত্যা

হিজাব পড়াকে বৈধতা দিল নাইজেরিয়া

ফ্লোরিডার নাইটক্লাবে গুলি, নিহত ২ আহত ১৭

মুক্তি পেলেন সালমান খান

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.