একসঙ্গে ৪৮ চিকিৎসককে ময়মনসিংহ মেডিকেলে পদায়ন
- Details
- by নিজস্ব প্রতিবেদক
একদিনে ৪৮ চিকিৎসককে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পদায়ন করা হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল, ফাইল ছবি
এতে বলা হয়েছে, আগামী ১৬ জুলাইয়ের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। এর অন্যথা হলে পর দিন ১৭ জুলাই পূর্বাহ্ণে সংশ্লিষ্ট চিকিৎসকরা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলেও জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, কোভিড-১৯ এর মহামারি সুষ্ঠুভাবে মোকাবেলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের নিম্নে উল্লিখিত কর্মকর্তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হলো। পদায়নকৃত চিকিৎকদের ক্রমিক নম্বর, নাম, ও কোড হলো-
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
১. ডা. মো. সাখাওয়াত হোসেন (১১৩৬৫৪), কিউরেটর (এনাটমি), ২. ডা. পারভীন বেগম (১১১৮৮২), প্রভাষক (এনাটমি), ৩. ডা. আব্দুল আলীম জুয়েল (১২৩২২৬), প্রভাষক (এনাটমি), ৪. ডা. শামীমা ইসলাম (১৩১৪০৯), প্রভাষক (এনাটমি), ৫. ডা. নুরেজা ইসলাম (১১৩৬৯৩), প্রভাষক (এনাটমি), ৬. ডা. শাহ মো. আতিকুল হক (১৩৩১৭৪), প্রভাষক (এনাটমি), ৭. ডা. মো. আরিফ (১৩১২২০), প্রভাষক (এনাটমি), ৮. ডা. ধুবজিৎ দেবনাথ (১৩৭৪৮৩), প্রভাষক (এনাটমি), ৯. ডা. হুমাইয়া ফারজিন (১৩৯৬৩৭), প্রভাষক (এনাটমি), ১০. ডা. মুনতাসির আহমেদ (১১১৩৩৭), প্রভাষক (এনাটমি), ১১. ডা. মো. নাজমুল হুদা (১৩০১৭৬), মেডিকেল অফিসার (ফিজিওলজি), ১২. ডা. শিল্পী রানী রায় (১২৩০১১), প্রভাষক (ফার্মাকোলজি), ১৩. ডা. অভিজিৎ কুমার সিংহ (১২৬৫৬২), প্রভাষক (ফার্মাকোলজি), ১৪. ডা. মাহমুদা আক্তার (১৩০৬১১), প্রভাষক (ফার্মাকোলজি), ১৫. ডা. মাহমুদা খান মিষ্টি (১৩৩৬৪৭), প্রভাষক (ফার্মাকোলজি), ১৬. ডা. ফারিয়া তালুকদার (১২৬৩৩৩), মেডিকেল অফিসার (ফার্মাকোলজি), ১৭. ডা. হাসিনা আক্তার (১২৪৬৬৬), প্রভাষক (ফার্মাকোলজি), ১৮. ডা. ফারহানা শারমিন (১২৮৩২৭), প্রভাষক (কমিউনিটি মেডিসিন), ১৯. ডা. রুমানা আফরোজ (১৩১৯২২), প্রভাষক (কমিউনিটি মেডিসিন), ২০. ডা. শারমীন জাহান (১২৬২৬৭), মেডিকেল অফিসার (কমিউনিটি মেডিসিন)।
২১. ডা. মো. ইমরুল হাসান (৪২৭৬০), সহকারী অধ্যাপক (মেডিসিন), ২২. ডা. মুহাম্মদ মিজানুর রহমান (১১১২৬৯), সহকারী অধ্যাপক (মেডিসিন), ২৩. ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খান (১১১৭৯৪), সহকারী অধ্যাপক (মেডিসিন), ২৪. ডা. মোহাম্মদ আব্দুর রৌফ (১১২১১০), সহকারী অধ্যাপক (মেডিসিন), ২৫. ডা. ত্রিদ্বীপ কান্তি বর্মন (১১২৪০৩), সহকারী অধ্যাপক (মেডিসিন), ২৬. ডা. ফয়সাল আহমেদ (১১১৮৪৪), সহকারী অধ্যাপক (মেডিসিন), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ২৭. ডা. মোহাম্মদ আরিফুল ইসলাম (১১৩৮২৯), সহকারী অধ্যাপক (মেডিসিন), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ২৮. ডা. মোহাম্মদ শহিদুল্লাহ (১১২৯২৩), সহকারী অধ্যাপক (মেডিসিন), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ২৯. ডা. শাহ মোহাম্মদ আশরাফুজ্জামান (১১২৯৩৭), সহকারী অধ্যাপক (মেডিসিন), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ৩০. ডা. মো. আনিছুর রহমান (১০৯৯৩৬), সহকারী অধ্যাপক (রেসপিরেটরি মেডিসিন)।
৩১. ডা. মো. দেলোয়ার জাহান খান (১২৪২২৮), সহকারী অধ্যাপক (রেসপিরেটরি মেডিসিন), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ৩২. ডা. মোহাম্মদ রেজাউল করিম তালুকদার (১১২৯২৬), সহকারী অধ্যাপক (নিউরোলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ৩৩. ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম (১১৪৪৭৫), সহকারী অধ্যাপক (নিউরোলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ৩৪. ডা. মুহাম্মদ ওয়াহিদুর রহমান (১০১১৭০৮), সহকারী অধ্যাপক (নিউরোলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ৩৫. ডা. উত্তম কুমার দাস (১১৪৫৯১), সহকারী অধ্যাপক (নিউরোলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ৩৬. ডা. এস এম জোবায়দুল আলম ভূইয়া (১২৬৪২১), সহকারী অধ্যাপক (নিউরোলজি) (চ. দা), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ৩৭. ডা. সমীর কুমার দাশ (১০৯৭৯৯), সহকারী অধ্যাপক (নেফ্রোলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ৩৮. ডা. মোহাম্মদ ওমর ফারুক মিয়া (১১৪৪৯৩), সহকারী অধ্যাপক (নেফ্রোলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ৩৯. ডা. মোহাম্মদ আসাদুজ্জামান (১১০১০৯), সহকারী অধ্যাপক (নেফ্রোলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ৪০. ডা. মোহাম্মদ রিয়াজুল করিম (১১১০৯৩), সহকারী অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টারোলজি)।
৪১. ডা. মো. সহিদুর রহমান (১০৯৯০৪), সহকারী অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টারোলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ৪২. ডা. মো. সাইফুল মালেক (১০১০৭২৮), সহকারী অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টারোলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ৪৩. ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম (৪৩৬৪৯), সহকারী অধ্যাপক (কার্ডিওলজি), ওএসড়ি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ৪৪. ডা. মো. কামরুল হাছান (১১১৩৮৩), সহকারী অধ্যাপক (কার্ডিওলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ৪৫. ডা. মোহাম্মদ শফিকুর রহমান (১১২৮৮৫), সহকারী অধ্যাপক (কার্ডিওলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ৪৬. ডা. এস.এম. শরিফ উদ্দিন পাঠান (১১১১৫০), সহকারী অধ্যাপক (কার্ডিওলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ৪৭. ডা. নূরে আলম সিদ্দিকী (১১২৬৮৮), সহকারী অধ্যাপক (কার্ডিওলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ৪৮. ডা. মাহমুদ হোসেন (১১২৩৫৩), সহকারী অধ্যাপক (কার্ডিওলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
প্রজ্ঞাপনে তাদের সবার সংযুক্ত স্থান হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, বর্ণিত চিকিৎসকরা স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানের কাছে নির্ধারিত সময়ের মধ্যে তাদের যোগদানপত্র দাখিল করবেন। অন্যদিকে, প্রতিষ্ঠান প্রধানগণ যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ই-মেইল (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.) ঠিকায় আবশ্যিকভাবে প্রেরণ করবেন। পূর্ববর্তী কর্মস্থল বা মূল কর্মস্থল থেকে বেতন-ভাতাদি উত্তোলন করবেন চিকিৎসকরা। তবে তাদের এইচআরআইএসের মাধ্যমে মুভ ইন বা মুভ আউটের দরকার হবে না।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.