আপনি পড়ছেন

তৃতীয় ধাপের সম্প্রসারণের অংশ হিসেবে কাবা শরিফে নামাজের জন্য খুলে দেয়া হয়েছে ৮০টি নতুন হল। চলতি রমজানের শুরু থেকেই মুসল্লিদের জন্য এগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। নতুন এসব হলের কারণে পুরো কাবা শরিফে মুসল্লিদের ধারণক্ষমতা একলাফে অনেকখানি বেড়ে যাবে। 

qaaba new hallমুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে নতুন ৮০টি হল

কাবা শরিফের তৃতীয় সম্প্রসারণ বিষয়ক প্রকল্পের শীর্ষ কর্মকর্তা ওয়ালিদ আল মাসুদি জানান, নতুন হলগুলোর অবস্থান গ্রাউন্ড ফ্লোর ও প্রথম তলায় এবং মসজিদের প্রথম ও দ্বিতীয় মেজানাইন (দুই তলার মধ্যবর্তী স্থান) স্তরে। মুসল্লিরা প্রধান গেটের পাশাপাশি মসজিদের উত্তর, পশ্চিম ও পূর্ব দিকের বেশ কয়েকটি প্রবেশপথ দিয়ে এসব হলে প্রবেশ করতে পারবেন।

এসব হলে একসাথে প্রায় তিন লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। যদি এগুলো পূর্ণ হয়ে যায় তাহলে উত্তর প্রাঙ্গণে আরো দুই লাখ ৮০ হাজার মুসল্লির জায়গা হবে। আর এগুলোও পূর্ণ হয়ে গেলে পশ্চিমের প্রাঙ্গণগুলোতে আরো বেশি জায়গা রয়েছে।

qaaba new 80 hallকাবা শরিফের নতুন হল

আল মাসুদি জানান, রমজান মাসে মসজিদে মুসল্লিদের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পায়। তারা যাতে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে, নতুন নামাজের হলগুলো খুঁজে পেতে পারে এবং সহজে ও নিরাপদে সেখানে ঢুকতে ও বের হতে পারে, তার জন্য বিশেষ টিম নিযুক্ত করা হয়েছে।

দুই পবিত্র মসজিদ তথা হারামাইনের মুসল্লিদের জন্য সর্বোত্তম মানের পরিষেবা দিতে এই প্রকল্পের প্রধান শেখ আব্দুর রহমান আল সুদাইনের নির্দেশনায় এবং আন্ডার সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আল জাবরির সরাসরি তত্ত্বাবধানে এসব কাজ সম্পাদিত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদের প্রধান গেট ১০০ নম্বর বাদশাহ আবদুল্লাহ গেট, উত্তর দিকের ১০৪, ১০৬, ১১২, ১৭৩, ১৭৫ ও ১৭৬ নম্বর গেট, পশ্চিম দিকের ১১৪, ১১৬, ১১৯, ১২১ ও ১২৩ নম্বর গেট এবং পূর্ব দিকের ১৬২, ১৬৫ ও ১৬৯ নম্বর গেট দিয়ে এসব হলে যাওয়া যাবে।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.