আপনি পড়ছেন

আগামীকাল বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানের মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে ইউক্রেনের সংঘাত এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান চীনা প্রভাব নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে আলোচনায় অংশ নেবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল। ডয়েচে ভেলে।

eu japanইইউ এবং জাপানের পতাকা

ইউরোপীয় ইউনিয়নের দুই শীর্ষ কর্মকর্তা ২০১৯ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর জাপানে এটাই তাদের প্রথম সফর। এক বিবৃতিতে ইইউ জানিয়েছে, জাপানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ক্রমবর্ধমান, গভীর এবং গতিশীল সম্পর্ক রয়েছে। আলোচনায় দুপক্ষের সম্পর্ক আরও বৃদ্ধির একটি সুযোগ থাকবে।

দিনব্যাপী এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যৌথ প্রচেষ্টা এবং বাণিজ্য ও ডিজিটাল অংশীদারিত্ব জোরদারের বিষয়ে আলোচনা হবে। তাছাড়া ইইউ চাচ্ছে দুই বছর আগে জারি করা বিদেশি পর্যটকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা শিথিল করুক জাপান। কারণ এখন করোনাভাইরাসের প্রকোপ আগের চেয়ে কম। এ বিষয়েও দুপক্ষ আলোচনা করবে। তবে আলোচনার বড় অংশ থাকবে ইউক্রেনের সংকটজনক পরিস্থিতি এবং চীনা চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় সম্পর্কে।

fumio kishidaজাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

টেম্পল ইউনিভার্সিটির টোকিও ক্যাম্পাসের ইনস্টিটিউট অফ কনটেম্পরারি এশিয়ান স্টাডিজের পরিচালক রবার্ট ডুজারিক বলছেন, ইউরোপ এবং জাপানের মধ্যে অংশীদারিত্ব ইতোমধ্যেই প্রতিষ্ঠিত এবং চলমান। এখন উভয় পক্ষের মধ্যে একে অপরের প্রতি সমর্থন জোরদার করা জরুরি।

ইউক্রেনে রুশ হামলার পর থেকে জাপান রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে প্রতিবাদ করেছে। রাশিয়ান কোম্পানি এবং ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে জাপান প্রমাণ করেছে দেশটি অবশ্যই যুদ্ধ চায় না। যদিও শুধু হেলমেট, বডি আর্মার এবং চিকিৎসা সরঞ্জামের মতো বেসামরিক পণ্যে জাপানের নিষেধাজ্ঞা সীমাবদ্ধ রয়েছে। কোনো ধরনের সামরিক নিষেধাজ্ঞা রাশিয়ার বিরুদ্ধে কার্যকর করেনি জাপান।

ডুজারিক বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর গৃহীত সংবিধানের শর্তাবলীর অধীনে টোকিওর মুভমেন্ট সীমিত। তবে ইতোমধ্যে টোকিও ইউক্রেনের জন্য যতটা করেছে তা ‘অতি দ্রুত’ বলা যায়। ১৯৪৫ সাল থেকে এ পর্যন্ত অন্য যে কোনো সংকটের চেয়ে ইউক্রেনের সংঘাত মোকাবেলায় জাপান তড়িৎ পদক্ষেপ নিয়েছে।

১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েত থেকে ইরাকি বাহিনীকে বিতাড়িত করার জন্য মিত্র জোটের অভিযানে সেনা সমর্থন দিতে অস্বীকার করেছিল জাপান। এতে দেশটি চরম সমালোচিত হয়েছিল। তবে ইউক্রেনের ব্যাপারে রাশিয়ার বিরুদ্ধে তড়িৎ প্রতিবাদ বিশ্বমঞ্চে জাপানকে নতুন অবস্থানে নিয়ে গেছে।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.