মার্কিন টেক জায়ান্ট আসুস সম্প্রতি বাজারে নিয়ে এসেছে গেমিং ট্যাবলেট। মডেলের নাম আরওজি ফ্লো জেড১৩। সংস্থাটির দাবি, এটি হলো বিশ্বের প্রথম অপসারণযোগ্য টু ইন ওয়ান গেমিং ট্যাবলেট। অর্থাৎ, এটিকে একাধারে ট্যাব এবং ল্যাপটপ হিসেবে ব্যবহার করা যাবে।

rog flow z13 আসুসের গেমিং ট্যাবলেট

আসুস আরওজি ফ্লো জেড১৩ গেমিং ট্যাবলেটে রয়েছে ১৩.৪ ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে, যা ফোরকে পর্যন্ত রেজুলেশন সমর্থন করে। এতে ডিসপ্লে রেজুলেশন সুইচ মোড অপশন রয়েছে। ১২০ হার্টজ রিফ্রেশ রেটে ফুল এইচডি ডিসপ্লে, ৬০ হার্টজ রিফ্রেশ রেটে ফোরকে রেজুলেশন মোডে সুইচ করাতে পারবেন।

এতে ১২তম প্রজন্মের ইন্টেল কোর আই৯-১২৯০০এইচ প্রসেসর ব্যবহার করা হয়েছে। একইসাথে আসুস এমইউএক্স সুইচ এবং ৪ জিবি এনভিডিয়া আরটিএক্স ৩০৫০টিআই জিপিইউ থাকছে। স্টোরেজ হিসেবে ডিভাইসটিতে ১৬ জিবি পর্যন্ত ডিডিআর ৫ র‌্যাম এবং ১ টেরাবাইট রম সুবিধা রয়েছে।

এতে শূন্যে ডেসিবেল অ্যাম্বিয়েন্ট কুলিং ফিচার রয়েছে যা হালকা কাজের সময় ‘সাইলেন্ট অপারেশন পারফর্ম’ করতে সক্ষম।

বিশেষত্বের কথা বললে, ইউজাররা এই ট্যাবলেট ব্যাকলিট আরজিবি কী-বোর্ডের সাথে সংযুক্ত করতে পারবেন। এর ফলে ল্যাপটপের মতো ব্যবহার করা যাবে। এছাড়া এতে ডলবি অ্যাটমস টেকনোলজির সমর্থন করা ডুয়াল স্পিকার সিস্টেম রয়েছে। ভিডিও কলিং এবং স্ট্রিমিংয়ের জন্য থাকছে ৭২০ পিক্সেল ফ্রন্ট ওয়েবক্যাম এবং ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা৷

আসুসের এই ট্যাবলেটে ১০০ ওয়াট ফাস্ট চার্জিংসহ একটি ৫৬ওয়াটএইটআর ক্যাপাসিটির ব্যাটারি আছে। ডিভাইসটি ১২ মিমি পাতলা এবং ওজন প্রায় ১.১ কেজি।

বাংলাদেশি মুদ্রায় দাম পড়বে ১ লাখ ৫৫ হাজার টাকার মতো।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.