বিতর্কিত শরণার্থী গ্রহণের পরও ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশসানের সমালোচনা না করার জন্য চাপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। চাপে পড়েই তিনি ট্রাম্পের সমালোচনা করেছেন।
টেরিজার সমালোচনা শুরু হয় তার দলের আইনপ্রণেতাদের মাধ্যমে। ট্রাম্পের শরণার্থী নীতি প্রকাশ পাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় মে বলেছিলেন যে, এটা যুক্তরাষ্ট্রের ব্যাপার।
ব্রিটিশ কনজারভেটিভ দলের এক এমপি টেরিজাকে লক্ষ্য করে বলেছেন যে, নিজে শক্তিশালী হওয়ার অর্থ এটা নয় যে, নিজের চেয়ে শক্তিশালী কাউকে তার ভুল ধরিয়ে দেয়া যাবে না।
নানামুখী চাপের পর অবশেষে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে যে, তাদের প্রধানমন্ত্রী ট্রাম্পের শরণার্থী নীতির সঙ্গে একমত নন।
গত ২৭ তারিখ সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। একই সঙ্গে চার মাসের জন্য শরণার্থী প্রবেশেও নিষেধাজ্ঞার ঘোষণা দেন তিনি।