advertisement
আপনি পড়ছেন

বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব যেদিন ছেড়েছেন পরিবর্তনের শুরু তখন থেকেই। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন বিষয়ে একের পর এক পরিবর্তন ঘটিয়ে যাচ্ছেন। বেশ কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়টি বিশ্বে বড় আলোচিত এবং উদ্বেগ জাগানো ইস্যুতে পরিনত হয়েছে। এমন পরিস্থিতিতে এসে অবশেষে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেন ওবামা।

barak obama

স্থানীয় সময় গতকাল সোমবার বারাক ওবামার মুখপাত্র কেবিন লুইস ওবামার বক্তব্য জানিয়েছেন। সারা দেশে শরণার্থী বিক্ষোভ সম্পর্কে ওবামা বলেছেন, নাগরিকেরা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করছেন। সমাবেশ করছেন। তাদের বক্তব্য জনপ্রতিনিধিদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের মূল্যবোধ যখন প্রশ্নবিদ্ধ, তখনই এমনটা হওয়া উচিত।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ২০১১ সালে বেশ কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছিলেন ওবামা। কিন্তু এই অভিযোগ সত্য নয় বলেছেন ওবামা। মুখপাত্র বলেছেন, অভিবাসী ইস্যুতে ট্রাম্পের নির্বাহী আদেশ ওবামার নিবার্হী আদেশের অনুরূপ-এমন প্রচারণা চলছে। এতে ওবামা আহত হয়েছেন।

ওবামার মুখপাত্র আরও বলেন, ওবামা তার বিদায়ী বক্তব্যে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের পাহারাদার হিসেবে নাগরিকদের দায়িত্ব শুধু নির্বাচন করা নয়, নাগরিকদের সক্রিয় থাকতে হবে।