advertisement
আপনি দেখছেন

ভারতের বিভিন্ন রাজ্যে গরুর মাংস বিক্রির বিপক্ষে চলছে নানা ধরনের নিষেধাজ্ঞা। আর সেটায় সমর্থন দিয়েছিলেন ভারতের আজমির শরীফের প্রধান ইমাম সৈয়দ জইনুল আবেদিন। গুজরাটের গোমাংস সংক্রান্ত বিষয়ক বিলকেও দিয়েছিলেন সমর্থন। এরপরই আজ বুধবার আজমির শরীফের প্রধানকে পদচ্যুত করা হলো।

beef shop

ভারতীয় গণমাধ্যম বলছে, জইনুলকে মূলত 'অ-মুসলিম' আখ্যা দিয়ে তাকে পদ থেকে সরান তার ভাই সৈয়দ আলাউদ্দিন আলিমি। তিনি বলেন, 'পারিবারিক সিদ্ধান্তে তাকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে তিন তালাক প্রথা বিষয়েও আলোচনায় ছিলেন জইনুল। এ কারণেই আজমির শরীফের সর্বোচ্চ পদ থেকে তাকে সরিয়ে দেয়া হলো।

জানা গেছে, জইনুলের স্থলাভিসিক্ত হয়েছেন তার ভাই আলাউদ্দিন। তবে আজমির শরীফ কমিটি এখনো এ বিষয়ে কোন মন্তব্য করেনি।

এর আগে আজমির খাজা মৈনুদ্দিন চিশতির ৮০৫তম বার্ষিক উরস চলাকালীন জইনুল আবেদিন সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করার পক্ষে মত দেন তিনি। তার পরিবার ও তিনি গরুর মাংস ভক্ষণ করবেন না বলেও জানিয়েছিলেন সেসময়।