advertisement
আপনি দেখছেন

মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের রাজনৈতিক দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) বিশাল জয় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। বার্তা সংস্থা এএফপি জানায়, এক সময়ের নির্বাসিত নেতা নাশিদের দল এমডিপি প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে।

mohammad nashid

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এমডিপি পার্লামেন্টের মোট ৮৭ আসনের মধ্যে প্রায় ৬০টিতে জয় পেতে যাচ্ছে।

এদিকে, এমডিপির এক টুইটে দেখা গেছে দলটির সমর্থকরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও নাচানাচি করছেন। দলটির হাজার হাজার সমর্থক রাজধানী মালেতে জড়ো হয়ে বিজয় উৎসব করছেন। আর এতে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ নাশিদ।

নির্বাচনী প্রচারণায় তার দল বিচার ব্যবস্থায় সংস্কার, মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতিশ্রুতির পাশাপাশি রাষ্ট্রপতি শাসিত সরকারে ব্যবস্থায় সংস্কারের ঘোষণা দিয়েছিলো।

এর আগে ২০১৬ সালে প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের শাসনকালে নাশিদকে দণ্ড দিয়ে নির্বাসনে যেতে বাধ্য করা হয়। গত বছরের সেপ্টেম্বরে তার রাজনৈতিক দল থেকে ইব্রাহিম মোহামেদ সোলিহ অপ্রত্যাশিতভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নাশিদ দেশে ফিরেন।