advertisement
আপনি দেখছেন

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমার কোনো লক্ষণই নেই। দিনকে দিন তা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে আরো ১০৯ জন। এ নিয়ে শুধু চীনেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩৫৪ জন। আর চীনের বাইরে এখন পর্যন্ত মারা গেছে আরো ১৫ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩৬৯ জনের।

corona virus petaint

শনিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে সিএনএন জানায়, মৃতদের মধ্যে ১০৬ জনই হুবেই প্রদেশের। করোনার উৎপত্তিস্থল এই প্রদেশটিতেই এখন পর্যন্ত মারা গেছে অন্তত ২২৫০ জন। এ ছাড়া চীনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯৭ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৬ হাজার ২৮৮ জন। আর বিশ্বের অন্যান্য দেশ মিলে এই সংখ্যা ৭৭ হাজার ৭৬৭ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চীনে আক্রান্ত ২৩৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ নিয়ে সেখানে সুস্থ হয়ে বাড়ি ফেরা ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ হাজার ৬৫৯ জন।

অন্যদিকে, চীনের বাইরেও বাড়ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত ইরানে চারজন, জাপানে তিনজন, হংকং ও দক্ষিণ কোরিয়ায় দুইজন করে এবং তাইওয়ান, ফিলিপাইন, ফ্রান্স ও ইতালিতে একজন করে মারা গেছে।

sheikh mujib 2020