advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসের তাণ্ডব থামেনি। হু হু করে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৪ হাজার ৮০ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩২ হাজার মানুষ।

corona friday

আক্রান্তদের মধ্যে ১ লাখ ২৩ হাজার ৯৪২ জন সুস্থ হয়েছেন। সে হিসেবে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৭৯১ জন। সংকটাপন্ন অবস্থায় আছেন ১৯ হাজার ৩৫৭ জন, বাকি ৩ লাখ ৬৪ হাজার ৪৩৪ জনের অবস্থা স্থিতিশীল।

এখন পর্যন্ত এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ১৯৮টি দেশে। আক্রান্তের দিক থেকে চীন ইতালিকে ছাড়িয়ে সবার উপরে চলে এসেছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ১৭ হাজারেরও বেশি মানুষ। একদিনে এর আগে কোনো দেশে এত মানুষ আক্রান্ত হয়নি। দেশটিতে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৩৭৭ জন। এরপরই আছে চীন, ইতালি-যথাক্রমে ৮১ হাজার ৩৪০ ও ৮০ হাজার ৫৮৯ জন।

মৃতের সংখ্যার দিক থেকে স্পেনের অবস্থা ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন ৭১৮ জন। তারপরেই ইতালির অবস্থান, একই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছে ৭১২ জন।