advertisement
আপনি দেখছেন

মরণব্যাধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চন। শনিবার রাতে পৃথক টুইট বার্তায় তারা দুজনেই তথ্যটি নিশ্চিত করেছেন।

amitab abhishek baccanঅমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন

সন্ধ্যায় তাদের দুজনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়। এর পরপরই মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি হয়েছেন।

টুইট বার্তায় অমিতাভ বচ্চন বলেন, 'আমার করোনা টেস্ট পজেটিভ এসেছে। এখন হসপিটালে আছি। পরিবারের সদস্য ও স্টাফদেরও নমুনা পরীক্ষা করা হয়েছে। তারা সবাই রিপোর্টের অপেক্ষায় আছে।'

পাশাপাশি গত ১০ দিনে যারাই ওনার সংস্পর্শে এসেছে তাদের সবাইকে নমুনা পরীক্ষা করতে অনুরোধ করেন বলিউড শাহেনশাহ।

corona virus new

এর কিছুক্ষণ পরই অপর এক টুইট বার্তায় অভিষেক বচ্চন বলেন, বাবা এবং আমার দুজনেরই করোনা টেস্ট পজেটিভ এসেছে। শরীরে উপসর্গ থাকায় দুজনেই হাসপাতালে ভর্তি হয়েছি। পরিবারের সদস্য ও স্টাফদেরও নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময় ভক্ত, শুভাকাঙ্খীসহ সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকতে এবং আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেন এই অভিনেতা।

sheikh mujib 2020