advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসের এই ক্রান্তিকালে সব দেশই কমবেশি অর্থনৈতিক সঙ্কটে ভুগছে। আর মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলোর অবস্থা তো শোচনীয়। এমন পরিস্থিতিতে করোনা মোকাবেলায় ধনকুবেরদের ওপর বিশেষ কর (করোনাভাইরাস কর) আরোপ করার আহ্বান জানানো হয়েছে। এমন আহ্বান জানিয়েছে ধনকুবেরদেরই একটি সংগঠন, যার নাম মিলিয়নিয়ারস ফর হিউম্যানিটি। একটি খোলা চিঠির মাধ্যমে এই আহ্বান জানিয়েছে তারা।

friday update

বিশ্বের বিভিন্ন দেশের ধনকুবেররা এই চিঠিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে আছেন চলচ্চিত্র নির্মাতা অ্যাবিগেইল ডিজনি, যুক্তরাষ্ট্রের শীর্ষ উদ্যোক্তা সিডনি তোপল, নিউজিল্যান্ডের ব্যবসায়ী স্টিফেন টিন্ডাল, জেরিস আইসক্রিমের প্রতিষ্ঠাতা জেরি গ্রিনফিল্ডসহ আরো বিভিন্ন দেশের ধনকুবেররা।

চিঠিতে তারা বলেন, আমাদের কাছে বিপুল পরিমান অর্থ জমা আছে, অথচ বিশ্বের বিভিন্ন প্রান্তে না খেয়ে আছে অনেক মানুষ। আমরা প্রত্যেকটি সরকারকে অনতিবিলম্বে তার দেশের ধনকুবেরদের ওপর বিশেষ করোনা কর আরোপের আহ্বান জানাই। কোভিডের কারণে যখন সারা পৃথিবী বিপর্যস্ত, তখন আমাদের মতো ধনীদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

sheikh mujib 2020