সারা বিশ্বে করোনার সংক্রমণ কমতির দিকে। গত ৪ সপ্তাহ ধরে শনাক্তের হার একটানা কমেছে। কমছে নতুন রোগীর সংখ্যাও। শুধু তাই নয় মৃতের সংখ্যাও গত দুই সপ্তাহ ধরে কমেছে।
নিয়ন্ত্রণে আসছে করোনা
এমতাবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, বৈশ্বিক করোনা মহামারি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। তবে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরো সময় লাগবে।
সংস্থাটির সাপ্তাহিক বিবরণীর বরাত দিয়ে সিএনএন জানায়, গত সপ্তাহে করোনায় মারা গেছে প্রায় ৮৮ হাজার মানুষ। যা তার আগের সপ্তাহের চেয়ে ১০ শতাংশ কম।
এ ছাড়া গত সপ্তাহে প্রায় ৩১ লাখ করোনা রোগী শনাক্ত হয়। যা তার আগের সপ্তাহের চেয়ে ১৭ শতাংশ কম। একইসঙ্গে এই সংখ্যা ও হার গত বছরের ২৬ অক্টোবরের পর থেকে সর্বনিম্ন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)
বলা হয়, গত সপ্তাহে গোটা বিশ্বে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, ৮ লাখ ৭১ হাজার ৩৬৫ জন। এই সংখ্যাও আগের সপ্তাহের চেয়ে ১৯ শতাংশ কম।
এই তালিকায় থাকা ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাজ্যের প্রতি সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে কমে আসছে। আক্রান্তের সংখ্যা কিছু দেশে বাড়লেও বৈশ্বিকভাবে কমার হারটা যথেষ্ট আশাব্যঞ্জক।