advertisement
আপনি দেখছেন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৃহস্পতিবার (১৩ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি ছাড়া অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ আরও কয়েকটি।

saudi eid

এক বিবৃতিতে ঈদুর ফিতর উপলক্ষে দেশ এবং বিশ্বের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

এদিকে, প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বৃহস্পতিবার ঈদ উদযাপন করছে মুন্সিগঞ্জের ৯ গ্রামের মানুষ। প্রায় ৫ হাজার মানুষ বংশ পরম্পরায় এভাবে ঈদ পালন করে আসছে। তাদের ভাষ্য, পৃথিবীর যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে মুসলমান হিসেবে আমাদের ঈদ উদযাপন করা উচিত। আমরা সেটাই করছি।