advertisement
আপনি পড়ছেন

ছন্দের মাধ্যমে রাসুলুল্লাহর (সা.) পুরো জীবনী লিখেছেন গজল শিল্পী আসিয়া বেগম। টানা তিন মাসের প্রচেষ্টায় অনন্য এ কীর্তি গড়েন ভারতের সুন্দরবনের জয়নগর থানার হাটপাড়া এলাকার ইউনূস আলির মেয়ে আসিয়া। কলকাতাভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম পূবের কলমে প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

asiyaআসিয়া বেগম ও তার গ্রন্থিত রচনা সমগ্র

ওই প্রতিবেদনে বলা হয়, ৪৬ বছর বয়সী আসিয়া তিন মাসের প্রচেষ্টাশ সীরাত গ্রন্থটি রচনা করেছেন। এতে যুক্ত হয়েছে ১৫ হাজার কবিতা। যেখানে নবীজির (সা.) এর পুরো জীবনীটি তুলে আনা হয়েছে। রাসুলের জীবনের বিভিন্ন অধ্যায় এতে স্থান পেয়েছে।

ইসলামের সোনালি দিনের ইতিহাস এবং গজল-কবিতা নিয়ে এ পর্যন্ত অন্তত ১৬টি বই রচনা করেছেন আসিয়া বেগম। বাড়ির কাজকর্মের পাশাপাশি সাহিত্যচর্চা এবং শিশু ও নারীদের কুরআন শিক্ষা দিয়ে থাকেন আসিয়া। তার স্বামীর নাম আশরাফ আলী।

জানা গেছে, গজল শিল্পী হিসেবে এলাকায় আসিয়ার বিশেষ খ্যাতি রয়েছে। বিভিন্ন সাহিত্যসভায় তিনি তার রচিত কবিতা-গজল পাঠ করেন। বিভিন্ন পত্র-পত্রিকার সাহিত্য পাতায় ‘তাসনীম হাসান’ ছদ্মনামে লেখালেখিও করে থাকেন।

বাবা ইউনুস আলী গাজী ও মা সাকিনা বেগমের স্মৃতিচারণে এক হাজার লাইনের কবিতা লিখেছিলেন আসিয়া